নন্দীগ্রাম: সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দেওয়া সেদিন ভুল হয়েছিল! এদিন নন্দীগ্রামের জনসভা থেকে এই বিষয় নিয়ে আক্ষেপ করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। একইসঙ্গে, নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন তিনি। মুকুল রায় আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, শুভেন্দু অধিকারী ছিল বলেই নেতাইকে আজ লোক মনে রেখেছে।
এদিন জনসভা থেকে মুকুল বলেন, নন্দীগ্রাম আন্দোলনে যদি সবচেয়ে বড় ভূমিকা কারোর থেকে থাকে তাঁর নাম শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নিতাই এবং নন্দীগ্রাম আন্দোলন তাঁর নিজেরও কিছু যোগদান ছিল বলেও দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। একই সঙ্গে সিঙ্গুর আন্দোলন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নেন তিনি। মুকুল রায় দাবি করেন, সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দেওয়া সেদিন ভুল হয়েছিল। রাজ্য থেকে টাটাদের তাড়িয়ে দেওয়ার ফলে আজ পর্যন্ত বাংলায় একটাও কারখানা তৈরি হয়নি। এই প্রসঙ্গে মুকুল রায় সকলকে আশ্বস্ত করে বলেন, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করবেন যাতে সিঙ্গুরে টাটাকে আবার ফিরিয়ে আনা যায়। একপ্রকার বাংলায় শিল্প আসা নিশ্চিত করবে ভারতীয় জনতা পার্টি।
প্রসঙ্গত এদিন নেতাই এবং নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই বাইপাস করে দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি স্পষ্ট বলেছেন, এই দুই জায়গার আন্দোলনের প্রধান মুখ শুভেন্দু অধিকারী, এটা যদি তিনি অস্বীকার করেন তাহলে তিনি সত্যের অপলাপ করবেন। মুকুলের কথায়, নন্দীগ্রাম এবং নিতাইয়ের আন্দোলনের দিশা দেখিয়েছেন শুভেন্দু, সেই আন্দোলন এত বছর ধরে বহন করে গেছেন শুভেন্দু, আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখা, নন্দীগ্রামের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা, সবই করেছেন তিনি। উল্লেখ্য, নন্দীগ্রাম স্টেট ব্যাংক সংলগ্ন মাঠে এদিন সভার আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি শিবির। জনসভার পাশাপাশি রয়েছে যোগদান মেলা কর্মসূচি।- ফাইল ছবি৷