সত্যজিৎ খুনে CID-র চার্জশিটে ‘সন্দেহভাজন’ মুকুল, এড়ালেন হাজিরা

সত্যজিৎ খুনে CID-র চার্জশিটে ‘সন্দেহভাজন’ মুকুল, এড়ালেন হাজিরা

203a3029841716b9d7119ad0b4f9676d

কলকাতা: বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে এবার ‘সন্দেহভাজনে’র তালিকায় নাম মুকুল রায়ের৷ বিজেপি’র সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতিকে ‘সন্দেহভাজন’ উল্লেখ করে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিআইডি৷ যদিও সোমবার নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে আদালতে হাজিরা দেননি তিনি৷ তবে হাজিরা দেন সত্যজিৎ বিশ্বাস খুনে অভিযুক্ত রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার৷ 

আরও পড়ুন- গুরু-বিচ্ছেদে মস্তক মুণ্ডনের প্রতিজ্ঞা ভাঙলেন সৌমিত্র! দিলেন যুক্তি

সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় আগেই চার্জশিট পেশ করেছিল সিআইডি৷ সোমবার রানাঘাট আদালতে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তারা৷ যেখানে মুকুল রায়কে ‘সন্দেহভাজন’ বলে উল্লেখ করা হয়েছে৷ এদিন প্রয়াত সত্যজিৎবাবুর স্ত্রী রূপালিদেবী বলেন, ‘‘আশা রাখি আমার স্বামীর খুনিরা শাস্তি পাবে৷ স্বামীর মৃত্যুর সঙ্গে মুকুল রায়ের যোগ প্রমাণিত হলে শুধু আমি নয়, আশা করি দলও প্রশ্রয় দেবে না৷’’ অন্যদিকে জগন্নাথ সরকার বলেন, ‘‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মামলায় আমার নাম জড়ানো হয়েছে৷’’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি খুন হন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস৷ সরস্বতী পুজোর আগের দিন তৎকালীন মন্ত্রী তথা চাকদার বিধায়ক রত্না ঘোষ করের সঙ্গে একটি পুজো উদ্বোধন করে ফেরার সময় হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন সত্যজিৎবাবু৷ এই ঘটনায় হাঁসখালি থানায় খুনের মামলা দায়ের করেন সত্যজিৎবাবুর সঙ্গী মিলন সাহা৷ এর পরেই সিআইডি’র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়৷ এই ঘটনায় অভিজিৎ পুণ্ডারি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *