BREAKING: আজই তৃণমূলে ফিরতে পারেন মুকুল রায়

BREAKING: আজই তৃণমূলে ফিরতে পারেন মুকুল রায়

কলকাতা:  জল্পনার অবসান ঘটিতে তৃণমূল ফিরছেন মুকুল রায়? আজই তৃণমূল কংগ্রেস যোগ দিতে পারেন বিজেপি’র সর্বভারতীয় সহসভাপতি৷ বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠকে দলত্যাগীদের ফেরানো নিয়ে আলোচনা হবে৷ ওই বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই আনুষ্ঠিনিক ভাবে তৃণমূলে ফিরতে পারেন মুকুল৷  

আজই মুকুল রায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে রাজ্য রাজনীতিতে জোড় জল্পনা তৈরি হয়েছে৷ জানা গিয়েছে, সল্টলেকের বাড়িতে ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে বৈঠক করছেন তিনি৷ এদিকে আজ তৃণমূল ভবনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নেতৃত্বরা৷ সল্টলেকের বাড়ি থেকে সরাসরি তৃণমূল ভবনে যাবেন মুকুল রায়৷ এবং আজই তিনি ফিরে যাবেন তৃণমূলে৷ বেশ কিছু দিন ধরেই মুকুল রায়ের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগাযোগ চলছিল বলে সূত্রের খবর৷ তারই ফলশ্রুতি হিসাবে আজ হতে পারে মুকুল রায়ের ঘর ওয়াপসি৷ তবে শুভ্রাংশ আজ তৃণমূলে যোগ দেবেন কিনা, সেই বিষয়টি স্পষ্ট নয়৷ তবে মুকুল রায়ের সঙ্গে তৃণমূলে যেতে পারেন শুভ্রাংশুও৷ অপর একটি সূত্র মারফত জানা যাচ্ছে, বাবার সঙ্গে আজ তৃণমূলে যোগ দিতে পারেন শুভ্রাংশুও৷ 

এক সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়৷ তৃণমূল ভবনেই তিনি কাজ করতেন৷ আজ সেখানে তাঁর যাওয়া নিয়ে হইচই শুরু হয়েছে৷ যদিও তাঁর প্রত্যাবর্তনের জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল৷ বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপি’তে মৌন ছিলেন তিনি৷ সম্প্রতি দলের বৈঠকও এড়িয়ে যান মুকুল রায়৷ অন্যদিকে নির্বাচনী প্রচারে গিয়ে প্রকাশ্যে মুকুলের প্রতি সুর নরম করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই বলা যেতে পারে, বড় কোনও অঘটন না ঘটলে আজই তৃণমূল কংগ্রেসে ফিরছেন মুকুল রায়৷ যদিও এ প্রসঙ্গে এখনও মুকুল রায়ের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 18 =