‘ধর্মনিরপেক্ষ’ মমতায় মুগ্ধ মুকুলের শ্যালক, নাম লেখালেন ঘাসফুলে

‘ধর্মনিরপেক্ষ’ মমতায় মুগ্ধ মুকুলের শ্যালক, নাম লেখালেন ঘাসফুলে

4e254b79391ed2ee4ed74ae0e66233db

কলকাতা: দলবদল পরিস্থিতিতে আপাতত ব্যাকফুটেই রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিক গুরুত্বপূর্ণ সদস্য, মন্ত্রী এবং বিধায়ক ঘাসফুল শিবির ছেড়ে নাম লিখিয়েছেন পদ্ম শিবিরে। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির বঙ্গ ব্রিগেডের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তথা সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের বাড়ির লোকই নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে। তিনি মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। এ দিন তৃণমূল কংগ্রেস ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। 

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মুকুল রায়ের শ্যালক সৃজন এ দিন জানালেন, তিনি মনে করেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রকৃত ধর্মনিরপেক্ষ। এই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যদিও আজ তিনি একা নন, তৃণমূল কংগ্রেসে আজ যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জ্যোতিপ্রকাশ মজুমদার এবং অভিনেত্রী তথা মডেল নীলাঞ্জনা মজুমদার। উল্লেখ্য, রেল বোর্ডে জায়গা করে দেওয়ার নামে যে প্রতারণা মামলা চলছিল সেই মামলার প্রেক্ষিতে দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন। পরবর্তী ক্ষেত্রে ১০ মাস জেলে কাটাতে হয় তাঁকে। এই মামলাতে বিজেপি নেতা মুকুল রায়েরও নাম রয়েছে জানিয়ে বেশ কিছুদিন যাবৎ ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও সেই মামলার নিষ্পত্তি এখনো হয়নি। তার আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। 

এই যোগদানের প্রেক্ষিতে কথা বলতে গিয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পুলিশের ভয় দেখিয়ে এইসব করছে। ‌ কিন্তু নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। এখন শুধুমাত্র তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যাকে, তাকে পুলিশের ভয় দেখাচ্ছে আর দলে যোগ দেওয়াচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই টলিউডের জনপ্রিয় মুখ অভিনেতা সৌরভ দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পাশাপাশি টালিগঞ্জের আরও কয়েকজন নামী শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। যদিও যে সকল ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেস শিবির ছেড়ে ভারতীয় জনতা পার্টির শিবিরে গিয়েছে তাদের তুলনায় এই যোগদান খুব একটা আহমরি নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *