মতুয়াদের মন রাখতে বাংলায় আসছে অমিত শাহ, কার ব্যানারে হবে সভা? ধন্দে বিজেপি!

মতুয়াদের মন রাখতে বাংলায় আসছে অমিত শাহ, কার ব্যানারে হবে সভা? ধন্দে বিজেপি!

নিজস্ব সংবাদাদাতা, বনগাঁ: কবে মিলবে নাগরিকত্ব? মতুয়াদের মনে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন৷ এবারের নির্বাচনে এই ইস্যুই মাথাচাড়া দিচ্ছে৷ তাই মতুয়াদের মন রাখতে এবার বাংলায় আসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ জানা গিয়েছে, ৩০ জানুয়ারি ঠাকুরনগরে আসছেন শাহ৷ সোমবার তার প্রস্তুতিই খতিয়ে দেখতে আসেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়৷ যান ঠাকুরবাড়িতেও৷ তবে কার ব্যানারে হবে শাহের সভা? এদিন তা নিয়ে ধোঁয়াশা রাখেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়৷ তিনি বলেন, ‘তা আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে’। 

এপ্রসঙ্গে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর জানান, শান্তনু ঠাকুর জেতার পর থেকে মতুয়া ব্যানারে সভা হয়েছে কিনা জানি না৷ তবে মমতা যখন এসেছিলেন তখন মতুয়াদেরকেই গুরুত্ব দিয়েছিলেন তিনি৷

নাগরিকত্ব আইন এখনও কেন লাগু হচ্ছে না, সেই প্রশ্ন তুলে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বনগাঁর বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। জল্পনা ছিল, প্রতিশ্রুতিভঙ্গের জেরে তৃণমূলেও যেতে পারেন তিনি৷ যা হলে মতুয়া ভোট নিয়ে বিপজ্জনক পরিস্থিতি হত বিজেপির৷ যার ফলে তড়িঘড়ি শান্তনুর ক্ষোভ প্রশমন করার জন্য মাঠে নামে বিজেপি নেতৃত্ব৷ সেই দিকে তাকিয়ে এবার ঠাকুরনগরে অমিত শাহের এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই সফর থেকে কী বার্তা দেবেন তিনি মতুয়াদের৷ সেদিকে তাকিয়ে থাকবে বাংলার রাজনৈতিক মহল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =