তৃণমূলের চিন্তা বাড়িয়ে ফর্মে ফিরলেন মুকুল, ছয় সাংসদের দলবদলের জল্পনা

কলকাতা: দীর্ঘ দিন নিবর থাকার পর লোকসভা নির্বাচনের আগে ফর্মে ফিরলেন বিজেপি নেতা মুকুল রায়৷ বাংলার শক্ত ঘাসফুলের মাটিতে এবার পদ্ম ফোটাতে শুরু করলেন একদা তৃণমূলের চাণক্য মুকুল রায়৷ বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খানকে দলে টেনে নয়া চমক দিলেন মুকুলের৷ বিজেপির দাবি, সৌমিত্রের পথ ধরে দলবদলের অপেক্ষায় রয়েছেন আরও ছয় সাংসদ৷ বিজেপির তরফে ছ’য় সাংসদের

তৃণমূলের চিন্তা বাড়িয়ে ফর্মে ফিরলেন মুকুল, ছয় সাংসদের দলবদলের জল্পনা

কলকাতা:  দীর্ঘ দিন নিবর থাকার পর লোকসভা নির্বাচনের আগে ফর্মে ফিরলেন বিজেপি নেতা মুকুল রায়৷ বাংলার শক্ত ঘাসফুলের মাটিতে এবার পদ্ম ফোটাতে শুরু করলেন একদা তৃণমূলের চাণক্য মুকুল রায়৷ বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খানকে দলে টেনে নয়া চমক দিলেন মুকুলের৷ বিজেপির দাবি, সৌমিত্রের পথ ধরে দলবদলের অপেক্ষায় রয়েছেন আরও ছয় সাংসদ৷ বিজেপির তরফে ছ’য় সাংসদের টার্গেট নিয়ে ইতিমধ্যমেই দলের অন্দরে শুরু হয়েছে জল্পনা৷

বুধবার দলবিরোধি কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে সাংসদ অনুপম হাজরাকে৷ অনুপমকে বহিস্কার করা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ তিনিও কি এবার বিজেপিতে নাম লেখাবেন? বিজেপি সূত্রে খবর, আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই অনুপম হাজরা-সহ কয়েক জন তৃণমূল সাংসদকে দিল্লিতে দলে যোগ দেওয়ানো হতে পারে৷ যদিও বিজেপির কোনও নেতা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি৷ সৌমিত্র খানের পর অনুপমও বিজেপিতে যোগ দিলে আরও এক দফা অস্বস্তিতে পড়তে হত৷ সেই কারণেই আগেভাগে অনুপমকে বহিষ্কার করা হল বলে তৃণমূলের একটি সূত্রে খবর৷

বুধবার দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় সদর দফতরে গিয়ে গিয়ে গেরুয়া বাহিনী নাম লিখিয়েছেন সাংসদ সৌমিত্র খান৷ কেন দলবদল? জবাবে সৌমিত্র জানিয়েছেন, ‘পিসি-ভাইপোর দল চলছে বাংলায়৷ পুলিশ রাজ কায়েম করেছে৷ গণতন্ত্র নেই বাংলায়৷’’ তার প্রতিবাদেই তিনি তৃণমূল ছাড়লেন এবং বিজেপিতে যোগ দিচ্ছেন৷ তাঁর দাবি, ‘‘এখনও অনেকেই আছেন, যাঁরা বিজেপিতে নাম লেখাবেন৷ অপেক্ষা করুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eleven =