‘আমার করোনা হলে মমতাকে জড়িয়ে ধরব’, অনুপমের নামে মুকুলের FIR

‘আমার করোনা হলে মমতাকে জড়িয়ে ধরব’, অনুপমের নামে মুকুলের FIR

কলকাতা: ফের বেগালাম বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা৷ ‘আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব’, একদা তৃণমূল নেতা অনুপম হাজরার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যের দায়ে ইতিমধ্যেই প্রাক্তন সাংসদের নামে দায়ের হয়েছে এফআইআর৷

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলে অনুপম হাজরার নামে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করছে তৃণমূল৷ পশ্চিমবঙ্গ তৃণমূল উদ্বাস্তু সেলের তরফ শিলিগুড়ি পুলিশ থানায় এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযোগ দায়ের করছেন তৃণমূলের উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক মুকুল বৈরাগ্য৷

আজ শিলিগুড়ি থানায় অনুপমের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ গতকাল দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন অনুপম৷ সেখানে বাইক মিছিলে করোনা স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ ওঠে৷ মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় না রেখে কীভাবে তিনি দলীয় কর্মসূচি করলেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপির জাতীয় সম্পাদক৷

গতকাল বারুইপুরে দলীয় কর্মসূচি থেকে অনুপমের মন্তব্য, ‘‘আমাদের দলের কার্যকর্তারা করোনার থেকেও আরও বড় শক্তি সঙ্গে লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে যখন দেখছে মাস্ক ছাড়া লোকজন বেরিয়ে পড়ছে, তখন আমরা আর করোনাকে গুরুত্ব দিচ্ছে না৷ এখন যা পরিস্থিতি, আগামী দিনে যদি আমার করোনা হয় প্রথমে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব৷ কারণ এত মানুষকে তিনি ভালোবেসেছেন, করোনার সময় মানুষের লাশ যেভাবে পড়িয়েছেন, যেন বাড়ির কুকুর-বিড়ালের মৃতদেহ এইভাবে পোড়ানো হয় না৷ কেরোসিন দিয়ে দেহ পোড়ানো হয়েছে৷ রাজ্যবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাঁদিয়েছেন, কারণ মমতার নামটাই মমতা৷ ওখানে কোন মমতা নেই৷ সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝিয়ে দেব৷’’ সোজা আঙুলে ঘি না উঠলে প্রয়োজনে বিজেপি বাঁচিয়ে তুলবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অনুপম৷

অনুপমের এই মন্তব্য ঘিরে থানায় এফআইআর দায়ের হওয়ার পর নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মুকুল রায়৷ জানিয়েছেন, দায়িত্বপূর্ণ পদে থাকলে বুঝে শুনে কথা বলা উচিত৷ অর্থাৎ অনুপমের মন্তব্যে মুকুলরায় নিজে সন্তুষ্ট নন, তাও তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন৷ যদিও, রাজনীতিতে শোনা যায় অনুপন মুকুল রায়ের ঘনিষ্ঠ৷ গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখানোর সময় অনুপমের পাশেই ছিলেন মুকুল রায়৷ কিন্তু, বিতর্কিত মন্তব্যে অনুপমের বিরুদ্ধে মুকুল রায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ অন্যদিকে, অনুপমের মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল পশ্চিমবঙ্গ তৃণমূল উদ্বাস্তু সেল৷ দার্জিলিং জেলার তরফের করা হয়েছে অভিযোগ৷ একদা তৃণমূলের প্রাক্তন সাংসদকে গ্রেফতারির দাবি জানিয়ে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করা হয়েছে৷  তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতে চলেছে শিলিগুড়ি পুলিশ৷-ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 4 =