কলকাতা: পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন দেশের ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানি। তিনি জানান, রিলায়্যান্স গোষ্ঠী আগামী তিন বছরে বাংলায় আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে শোনা যায় তাঁকে। মমতাকে ‘অগ্নিকন্যা’ বলেও সম্বোধন করেন তিনি।
মুকেশ আম্বানি এদিন বাংলার সরকারের বাহবা দিয়ে মন্তব্য করেন, বাংলায় লগ্নির আদর্শ পরিবেশ রয়েছে। রাজ্য এখন বিনিয়োগের গন্তব্যে পরিণত হয়েছে। আর এই পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে বলে দাবি তাঁর। মুকেশের কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের জন্যই বঙ্গ এইভাবে উন্নতি করেছে। মমতার নেতৃত্বের কথা বলতে গিয়েই আম্বানি প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করেন। বলেন, অটলবিহারী বাজপেয়ী যে তাঁকে অগ্নিকন্যা বলে বর্ণনা করেছিলেন তা যথার্থ।
কিন্তু কোন কোন ক্ষেত্রে হবে আম্বানি গোষ্ঠীর বিনিয়োগ? জানা গিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্র সব ক্ষেত্রেই বিনিয়োগ হবে। সকল ক্ষেত্রকে ডিজিটালি আরও উন্নত করার জন্য বিনিয়োগের ভাবনা নেওয়া হয়েছে। একই সঙ্গে, টেলি যোগাযোগে জিয়োকে আরও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা।