কলকাতা: শেষ যাত্রায় কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেন। গত ৩০ ডিসেম্বর কলকাতার ভবানিপুরে নিজের বাসভবনে প্রয়াত হন মৃণাল সেন। মঙ্গলবার সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। পারিবারিক নিয়ম মেনে এবং মৃণাল সেনের শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর দেহতে কোনও মাল্যদান বা পুষ্পার্ঘ্য দেওয়া হবে না। তাঁকে নিয়ে যাওয়া হবেনা নন্দন বা রবীন্দ্রসদনে। শুধুমাত্র দেশপ্রিয় পার্ক থেকে কেওড়াতলা শ্মশান পর্যন্ত তাঁর অন্তিম যাত্রার আয়োজন করেছে তাঁর পরিবার। প্রয়াত চিত্র পরিচালককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর পরিবার তাঁর দেহ নিয়ে ২টো ৩০ মিনিট নাগাদ দেশেপ্রিয় পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) নেতা রবিন দেব, সুজন চক্রবর্তী, অভিনেতা বিপ্লব চ্যাটার্জী, পরিচালক অঞ্জন দত্ত, সন্দীপ রায়, তরুণ মজুমদার, কবি শঙ্খ ঘোষ, অভিনেত্রী মাধবী মুখার্জি, নন্দিতা দাস সহ একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যাক্তিত্ব। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। তাঁর এই অন্তিমযাত্রা পা মেলালেন তাঁর অগণিত ভক্ত।
শেষ যাত্রায় মৃণাল সেন
কলকাতা: শেষ যাত্রায় কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেন। গত ৩০ ডিসেম্বর কলকাতার ভবানিপুরে নিজের বাসভবনে প্রয়াত হন মৃণাল সেন। মঙ্গলবার সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। পারিবারিক নিয়ম মেনে এবং মৃণাল সেনের শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর দেহতে কোনও মাল্যদান বা পুষ্পার্ঘ্য দেওয়া হবে না। তাঁকে নিয়ে যাওয়া হবেনা নন্দন বা রবীন্দ্রসদনে। শুধুমাত্র দেশপ্রিয় পার্ক থেকে কেওড়াতলা শ্মশান