আদালতে হাজির করা হল MPS’র কর্ণধারকে, দিতে হবে সম্পত্তির হিসেব

আদালতে হাজির করা হল MPS’র কর্ণধারকে, দিতে হবে সম্পত্তির হিসেব

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: দীর্ঘ দিন ধরে চিটফান্ড সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু মামলায় চললেও চিট ফাণ্ড সংস্থাগুলির তরফে মালিকপক্ষ বা আইনজীবীরা কেউই আদালতে উপস্থিত থাকছিলেন না৷ এতে স্পষ্ট হচ্ছিল আমানতকারীদের টাকা না ফেরানোর প্রচেষ্টা। ফলে, আমানতকারীদের টাকা ফেরানোর বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছিল৷ তবে এবার চিটফান্ড মামলায় দমদম জেল থেকে আনা হল এমপিএসে’র কর্ণধার প্রমথ মান্না সহ ৪ ডিরেক্টরকে। জানাতে হবে তাঁদের সম্পত্তির হিসেব। 

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা, কী বলছেন চিকিৎসকরা?

হাইকোর্টে হাজির করা হয়েছে বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার (MPS) চারজন ডিরেক্টরকে। প্রমথ নাথ মান্না সহ চারজন ডিরেক্টর বর্তমানে জেল হাজতে রয়েছেন। আমানতকারীদের টাকা ফেরানোর বিষয় সংস্থার তরফে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছিল না। সেই কারণেই সংস্থার কর্তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, আমানতকারীরা কত টাকা পাবেন এবং সংস্থার কত সম্পত্তি রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আদালতকে জানাতে হবে। ১৬ ডিসেম্বরের মধ্যে সব কিছু জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ৩০ সেপ্টেম্বর তিন কেন্দ্রে ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের টাকা ফেরানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল সংস্থা। সেই আবেদনটি এদিন প্রত্যাহার করতে চেয়ে সওয়াল করেন। যদি আদালত সেই আবেদন এখনই গ্রাহ্য করছে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + sixteen =