সাংসদের ভাইয়ের দেহ উদ্ধার ট্রাক থেকে! বাংলা তোলপাড়

সাংসদের ভাইয়ের দেহ উদ্ধার ট্রাক থেকে! বাংলা তোলপাড়

কলকাতা: সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা বঙ্গে। লরি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। মৃতের নাম কার্তিক মণ্ডল। ওই ব্যক্তি সম্পর্কে সাংসদ সুনীল মণ্ডলের ভাই হন। পরিবার সূত্রে খবর তিনি পেশায় গাড়ি চালক ছিলেন এবং রবিবার গাড়ি নিয়ে বেরিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এক ট্রাক থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। এটি খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কাঁকসার মিনি বাজার সংলগ্ন এলাকায়। 

আরও পড়ুন- কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় বাড়ল

প্রাথমিক সুত্রে জানা গিয়েছে, দীর্ঘ লকডাউন এবং করোনা পরিস্থিতির জন্য বেশ কয়েক মাস ধরেই কার্যত অবসাদে ভুগছিলেন তিনি। অর্থের অভাবের সমস্যা জেরবার ছিলেন কার্তিক। এরপর জানা যায় তিনি রবিবার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তারপরেই এক ট্রাক থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। একাংশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন মানসিক অবসাদে। অন্য অংশ মনে করছে এর ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে, অর্থাৎ এটি খুন। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, ওই ব্যক্তির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। আবার স্থানীয় সূত্রে পারিবারিক অশান্তির কথাও উঠে এসেছে। মনে করা হচ্ছে, তার জেরেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

West Bengal Assembly Election | Zee News

                                                                                                          সাংসদ সুনীল মণ্ডল

আরও পড়ুন- ১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তবে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে হাওয়া বদলাতে শুরু করে। সুনীল দাবি করেছিলেন যে, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে, তাঁরা মানিয়ে নিতে পারছে না। তাঁকে নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক জলঘোলা চলছিল। তবে এখন এই ভাবে তাঁর ভাইয়ের দেহ উদ্ধারের ঘটনা আরও বড় হইচই সৃষ্টি করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 1 =