ইডি-র উপর হামলা ‘বোকামি’, দল সমর্থন করে না, সন্দেশখালির ঘটনায় বিরক্ত শতাব্দী

ইডি-র উপর হামলা ‘বোকামি’, দল সমর্থন করে না, সন্দেশখালির ঘটনায় বিরক্ত শতাব্দী

shatabdi roy

কলকাতা: সন্দেশখালির ঘটনায় রাজ্য জুড়ে সমালোচনার ঝড়৷ ইডি-র উপর আত্রমণের ঘটনায় ইতিমধ্যই মুখ খুলেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ নিন্দা প্রকাশ করেছেন রাজ্যপাল৷ উদ্বেগে নবান্ন৷ শনিবার দুপুরে জেলাশাসকদের নিয়ে ভর্চুয়ালি বৈঠকও করেন মুখ্যসচিব৷ এই ঘটনায় বিরক্ত প্রকাশ করলেন তারকা সাংসদ  শতাব্দী রায়ও৷ এদিন তিনি বলেন, “ইডির উপর হামলা সমর্থনযোগ্য নয়। দল এসব করতে বলেনি৷ দল এই ধরনের কাজ সমর্থনও করে না। কেউ যদি ব্যক্তিগতভাবে এই কাজ করে থাকে তাহলে তার নিজের দায়িত্বে। এতে দলের দায় নেই।” এই ঘটনা তৃণমূল ভাবমূর্তিতে যে আঘাত হেনেছে, তা কার্যত স্বীকার করে নিয়েই বীরভূমের তৃণমূল সাংসদ বলেন, “ইতিমধ্যেই বিরোধীরা আঙুল তুলতে শুরু করেছে। সাংবাদিকরা মাইক হাতে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। ইডির উপর হামলা এককথায় বোকামি। আর বোকামির খারাপ ফলই হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =