দেবীপক্ষে শুরু, বিজয়ায় শেষ! দিলীপ-সৌমিত্র সংঘাতে মিষ্টিমুখের সৌজন্য!

দেবীপক্ষে শুরু, বিজয়ায় শেষ! দিলীপ-সৌমিত্র সংঘাতে মিষ্টিমুখের সৌজন্য!

কলকাতা: সংঘাত চরম উঠেছিল দেবীপক্ষে৷ এবার বিজয়ার দিনে মিষ্টিমুখে অবসান ঘটাল দিলীপ-সৌমিত্রর দ্বন্দ্ব৷ সৌজন্যে কেন্দ্রীয় নেতৃত্বের কড়া বার্তা!

কমিটি গঠনকে কেন্দ্র করে দেবীপক্ষেই সংঘাত জড়ান যুযুধান দু’‌পক্ষ বঙ্গ বিজেপি‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ৷ অভিযোগ, দলকে না জানিয়ে সৌমিত্র জেলা কমিটি গঠন করেন৷ পরে তা জানতে পেরে কমিটি ভেঙে দেন দিলীপ ঘোষ৷ আত তাতেই গোঁসা করে সৌমিত্র দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেন৷ সাফ জানিয়ে দিন, তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করতে চান৷ যুব মোর্চা থেকে ইস্তফা দেবেন বলেও ভিডিও বার্তাও প্রকাশ করেন সৌমিত্র খাঁ৷ পরে অবশ্য তিনি তাঁর আগের সিদ্ধান্ত বদল করে গ্রুপে যুক্ত হন৷ দিলীপের সঙ্গে সৌমিত্রের সংঘাতপর্বে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কেন্দ্রীয় নেতৃত্ব৷ সূত্রের খবর, বাংলা ভোটের আগে দলের অন্দরে বাড়তে থাকা দ্বন্দ্ব ঠেকাতে উভয় নেতাকে সতর্ক করা হয়৷ ভোটের আগে দলের অন্দরে দ্বন্দ্ব কেন্দ্রীয় নেতৃত্ব কোনও ভাবেই মেনে নেবে না, তা সাফ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷

কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপের পর বিজয়ার দিনে দিলীপ ঘোষের বাড়ি সটান চলে যান মোর্চা সভাপতি সৌমিত্র৷ রাজ্য সভাপতিকে প্রণাম করেন৷ সৌমিত্রর এহেন অবস্থান দেখে আপ্লুত হয়ে ওঠেন দিলীপও৷ গায়ে হাত বুলিয়ে মোর্চা সভাপতিকে শুভেচ্ছাও জানন৷ ফেসবুকে সেই ছবি পোস্ট করেন সৌমিত্র৷ লেখেন, ‘‘‌দাদার বাড়িতে আজ বিজয়ার প্রণাম করে এলাম৷’’ দিলীপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর সৌমিত্রর আচমকা বিজয়ার প্রণাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, ভোটের আগে দলের অন্দরে বিভাজন বাড়লে ফলাফলে তার প্রভাব পড়তে পারে৷ ফলে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ দিল্লির নেতাদের কড়া বার্তার পর ঐক্যের ছবি ধরা পড়লেও তার স্থায়ীত্ব কতদিন? প্রশ্ন তুলছেন দলের নিচু তলার কর্মীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =