মহাঅষ্টমী পুজোর পর ঢাক বাজিয়ে নেচে উঠলেন নুসরত, বাংলায় শুভেচ্ছা মোদীর

মহাঅষ্টমী পুজোর পর ঢাক বাজিয়ে নেচে উঠলেন নুসরত, বাংলায় শুভেচ্ছা মোদীর

কলকাতা: করোনা আবহে এ এক অন্য পুজোয় মেতে উঠল গোটা বাংলা৷ মুখে মাস্ক, দূরত্ব বিধি-সহ আজ মহাঅষ্টমীতে দেবী দুর্গার আরাধনা চলল মণ্ডবে মণ্ডবে৷ প্রাণের উৎসবে চাকচিক্য না থাকলেও ছিল একরাশ বাঙালি আবেগ৷ সকাল-সকাল অঞ্চলী থেকে দূরত্ববিধি মেনে প্যান্ডেল হপিং, আগের মতো না হলেও চলছে উৎসবে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা৷ বাঙালির প্রাণের উৎসবে সেই আনন্দ এবার ভাগ করে নিলেন খোদ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারকা সাংসদরা৷

মহাষ্টমীতে রাজ্যবাসীকে সুস্থ থাকতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়ে উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইটে বাংলা ভাষায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘সকলকে জানাই মহাঅষ্টমীর শুভেচ্ছা৷ মা দুর্গার আশীর্বাদে দেশবাসীর জীবন সুখ-শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক৷’’ প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টিভির পর্দায় দেখা মিলছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা৷

আজ সুরুচি সংঘে স্বামীকে নিয়ে সকাল-সকাল হাজির হয়ে যান তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান৷ দেবী দুর্গার কাছে প্রার্থনাও করেন নুসরত৷ করেন আরতি৷ দেবী দুর্গাকে প্রণামের পর ঢাক বাজান সাংসদ নুসরত৷ করোনা আবহে নানান সতর্কতা-সহ বাংলায় চলছে দুর্গাপুজো৷ মহাষ্টমীতে মেতে উঠেছে গোটা বাংলা৷ মণ্ডপে মণ্ডপে হয়েছে পুষ্পাঞ্জলির পর্ব৷

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =