কলকাতা: কৃষক স্বার্থে সিঙ্গুরে আজ মঙ্গলবার থেকে ধরনায় বসছে বিজেপি৷ শর্ত সাপেক্ষে ভূমি আন্দোলের পিঠস্থানে গেরুয়া শিবিরকে ধরনায় বসার অনুমতি দিয়েছে হুগলি জেলা পুলিশ৷ কিন্তু বিজেপি’র এই ধরনা মঞ্চে দেখা যাবে না হুগলি জেলারই সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে৷
আরও পড়ুন- BSF-এর এক্তিয়ার বৃদ্ধি মামলায় কেন্দ্রের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট
বর্তমানে দিল্লিতে শীতকালীন অধিবেশন চলছে৷ সেই অধিবেশনে যোগ দিতেই দিল্লিতে গিয়েছেন চুঁচুড়ার সাংসদ৷ দিল্লিতে থাকার জন্যেই সিঙ্গুরের ধরনা মঞ্চে উপস্থিত থাকতে পারবেন না লকেট৷ তিনি বলেন, “এখন তো হাউজ চলছে। কী করে যাব! পরে এই কর্মসূচি করলে ভাল হত। তখন যেতে পারতাম।” লকেটের অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘লকেট দিল্লিতে রয়েছেন৷ তাঁকে উত্তরাখণ্ড বিধানসভা ভোটেরও দায়িত্ব দেওয়া হয়েছে৷ গত এক মাস ধরে তিনি সেখানেই আছেন৷ মাঝে সংসদে দেখা হয়েছিল। আবার চলে গিয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘সিঙ্গুরে রাজ্য সভাপতি যাবেন, বিরোধী দলনেতা যাবেন। আমরা সবাই যাচ্ছি। সেখানে লকেটের খুব দরকার আছে এমনটা নয়। তিনি এখানে থাকলে নিশ্চয়ই আসতেন।”
প্রসঙ্গত, ভারতীয় জনতা কিষাণ মোর্চার ব্যানারে কৃষক স্বার্থকে সামনে রেখে সিঙ্গুরে এই ধরনার ডাক দেওয়া হয়েছে। ধরনা মঞ্চে যাওয়ার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ বিজেপি নেতৃত্বদের। উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। সিঙ্গুরে লকেটের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হলেও, তাতে জল ঢালেন দিলীপ ঘোষ৷