বন্ধ পঠনপাঠান, তবুও কেন বেতন চাইছে স্কুল? বিকাশ ভবনে বিক্ষোভ বিজেপির

বন্ধ পঠনপাঠান, তবুও কেন বেতন চাইছে স্কুল? বিকাশ ভবনে বিক্ষোভ বিজেপির

13093df78bd66d48cb4c56982564f094

কলকাতা:  লকডাউনের ফলে তিন মাস ধরে বন্ধ সরকারি, বেসরকারি সমস্ত স্কুল। তা সত্ত্বেও বেসরকারি স্কুলগুলোতে নেওয়া হচ্ছে বেতন। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে চলেছেন অভিভাবকরা। অনেকে রাস্তায় নেমেও প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদের পালেই আর একটু হাওয়া জোগাল ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেল। বিকাশ ভবনের সামনে প্রতিবাদে বসলেন বিজেপির সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা। বিজেপি ওয়েস্ট বেঙ্গল নামক একটি পেজে লকেটের ভাষণের ভিডিও-ও আপলোড করা হয়েছে।

স্কুল বন্ধ থাকলেও বেসরকারি স্কুলগুলো কেন বেতন নিচ্ছে তা নিয়ে তীব্র সমালোচনা করেন লকেট। তিনি বলছেন, করোনার জেরে বহু অভিভাবকের চাকরি চলে গিয়েছে, কারও ব্যবসা ছিল তা বন্ধ হয়ে গিয়েছে, এই পরিস্থিতিতে কী করে বেতন চাইতে পারে স্কুলগুলো। স্কুল বন্ধ থাকায় স্কুলবাসে চাপছে না পড়ুয়ারা, ব্যবহার করছে না ল্যাবরেটরি, ক্লাসরুম কিংবা কম্পিউটার। তাহলে কীসের ভিত্তিতে টাকা চাওয়া হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেওই সাংসদ। তিনি এও বলেছেন, স্কুলগুলো বলছে শিক্ষকদের বেতন দিতে হয় তাই পড়ুয়াদের কাছ থেকে বেতন নেওয়া হচ্ছে। এই যুক্তির বিরুদ্ধে লকেটের দাবি, বেসরকারি স্কুলগুলোর এই ক্ষমতা আছে যে তারা এমনিতেই শিক্ষকদের বেতন দিতে পারে।

এ প্রসঙ্গে অবধারিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন লকেট। তিনি বলছেন, দিদিকে বেসরকারি স্কুলের বেতনের কথা বললেই তিনি কথা ঘুরিয়ে দিচ্ছেন। তিনি বলে যাচ্ছেন, বেসরকারি স্কুলের বেতন আর বাড়বে না। কিন্তু বেতন বাড়ার কথা কে বলছে, বেতন বাড়া তো দূর অস্ত, যে ক’মাস বন্ধ ছিল সে ক’মাসের বেতনও নেওয়া চলবে না স্কুল থেকে। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কেউই এ ব্যাপারে কোনও সদর্থক পদক্ষেও নিচ্ছে না বলে অভিযোগ লকেটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *