বন্দ্যোপাধ্যায় পরিবারে করোনা হানা? আক্রান্ত অভিষেক-স্ত্রী রুজিরা?

বন্দ্যোপাধ্যায় পরিবারে করোনা হানা? আক্রান্ত অভিষেক-স্ত্রী রুজিরা?

c3d6d9061dd92bd40a780b5f10368339

কলকাতা: করোনা সংক্রমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার প্রথম শ্রেণির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে৷ যদিও করোনা সংক্রমণের বিষয়ে কোনও তথ্য এখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি৷

 

গত কয়েকদিনে পরপর তৃণমূলের নেতা-মন্ত্রীদের মধ্যে করোনা সংক্রমণের খবরে উদ্বেগ তৈরি হয়েছে৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের পর এবার অভিষেক-স্ত্রী রুজিরার সংক্রমণের খবর ঘিরে চিন্তা বাড়ছে ঘাসফুল শিবিরে৷

 

সোমবার মুখ্যমন্ত্রীর ভাইপোর স্ত্রীর করোনা উপসর্গ ধরা পড়ে বলে বাংলার প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ পরে তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ ওই খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারে৷ তবে, সাংসদ-স্ত্রী আদৌও করোনা আক্রান্ত হয়েছেন কি না কিংবা অন্য কারণে হাসপাতালে ভর্তি? হাসপাতাল কিংবা সংসদের তরফে কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি৷ ফলে, সংক্রমণের খবর ঘিরেও ধোঁয়াশা থেকেই যাচ্ছে৷ তবে, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন৷ যাতে, তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিরা সতর্ক থাকতে পারেন৷  স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হওয়ার হওয়ার পর কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন বাংলার বহু বিজেপি সাংসদ৷ খোদ রাজ্যপালও করোনা পরীক্ষা করিয়ে নেন বলেও টুইটে জানান৷ তবে, এক্ষেত্রে বেশ কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে৷ 

গত শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর৷ আজ আক্রান্ত হয়েছেন বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ এছাড়া রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার থেকে শুরু করে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা৷ এর আগেও রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী থেকে শুরু করে নবান্নের বহু অফিসার করোনা সংক্রমিত হয়েছেন বলে খবর৷

অন্যদিকে, দেশের পাশাপাশি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ দৈনিক আক্রান্তের নিরিখে ৩৭দিন দিন বিশ্বের শীর্ষে উঠে এসেছে ভারত৷ সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৮৬৫ জন৷ এখনও পর্যন্ত ২২ লক্ষ পরীক্ষা হয়েছে৷ শেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন৷ ৫৮ জনের মৃত্যু হয়েছে৷ বাংলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬২০৷ রাজ্যে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ০২৯ জন৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *