চলন্ত মেট্রোয় আগুন! আতঙ্কে হুড়োহুড়ি, অসুস্থ ৩৩ যাত্রী

কলকাতা: মেট্রোয় আগুন-আতঙ্ক৷ দমদমগামী একটি মেট্রোয় আগুন ও ধোঁয়ায় জেরে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভকতি ৩৩ জন যাত্রী৷ যাত্রীদের অভিযোগ, দমদমগামী এসি মেট্রোটি ময়দান স্টেশনে ঢোকার মুখে হাঠাৎ আগুন লেগে যায়৷ আগুন লাগার পরও ছুটতে থাকে মেট্রো৷ আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী৷ এসি রেকের কাঁচ ভেঙে

চলন্ত মেট্রোয় আগুন! আতঙ্কে হুড়োহুড়ি, অসুস্থ ৩৩ যাত্রী

কলকাতা: মেট্রোয় আগুন-আতঙ্ক৷ দমদমগামী একটি মেট্রোয় আগুন ও ধোঁয়ায় জেরে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভকতি ৩৩ জন যাত্রী৷ যাত্রীদের অভিযোগ, দমদমগামী এসি মেট্রোটি ময়দান স্টেশনে ঢোকার মুখে হাঠাৎ আগুন লেগে যায়৷ আগুন লাগার পরও ছুটতে থাকে মেট্রো৷ আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী৷ এসি রেকের কাঁচ ভেঙে বাঁচার চেষ্টা করেন যাত্রীরা৷ পরে প্রায় ৩০ মিনিট পর মেট্রো থেকে উদ্ধার করা হয় যাত্রীদের৷ পরে, লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টানেলের ভেতর দিয়ে হেঁটে বেরিয়ে আসছেন যাত্রীরা৷ মেট্রোর হেল্প লাইনে ফোন করেও মেলেনি কোনও সাহায্য, অভিযোগ তোলেন যাত্রীরা৷ সব দেখেও সাহায্য করেনি মেট্রো কর্তৃপক্ষ, এই অভিযোগ তুলে ক্ষোভ ফোটে পড়েন যাত্রীরা৷ ঘণ্টাখানিক পরিষেবা বন্ধ রাখার পর এসপ্ল্যানেড থেকে দমদম ও নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চালানোর ব্যবস্থা করা হয়৷

চলন্ত মেট্রোয় আগুন! আতঙ্কে হুড়োহুড়ি, অসুস্থ ৩৩ যাত্রীজানা গিয়েছে, ময়দান স্টেশনে ঢোকার মুখে দমদমগামী মেট্রো থেকে ধোঁয়া বেরতে দেখা যায়৷ থমকে যায় ট্রেন৷ সুড়ঙ্গর মধ্যে আটকে পড়েন বহু যাত্রী৷ ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ মুহূর্তেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ মেট্রো লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ পরে, এসি রেকের কাঁচ ভেঙে আতঙ্কিত যাত্রীরা বেরিয়ে আনার কাজ শুরু হয়৷ ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ শুরু হয় হুড়োহুড়ি৷ জখম হন বেশ কয়েকজন যাত্রী৷ ধোঁয়ায় অসুস্থ বেশ কয়েকজন যাত্রী৷ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে যাত্রীদের বের করে আনার কাজ৷ আগুন আতঙ্কের জেরে আপ ও ডাউন দুই দিকের মেট্রো চলাচল বন্ধ রাখা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =