কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী হতে পারেন বিজেপি প্রার্থী!

কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী হতে পারেন বিজেপি প্রার্থী!

e8b095cc5ba9c92e6ef62d27ac73b024

কলকাতা: আর কিছুক্ষণ পরেই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে দলগুলি। তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে, এদিকে প্রথম দুই দফার জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি বলে সূত্রের খবর। বিজেপির প্রার্থী তালিকা নাম থাকতে পারেন কামদুনি কাণ্ডে প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের! সূত্রের খবর, বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাঁকে। 

আরও পড়ুন- আজ তৃণমূলের প্রার্থী ঘোষণা! কারা পাচ্ছেন টিকিট? কারা থাকছেন ব্রাত্য?

তবে অবশ্য ভাবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় কারণ আর কিছুক্ষণ পর যখন প্রার্থী তালিকা প্রকাশিত হবে তখন স্পষ্টভাবে জানা যাবে প্রার্থী কে হচ্ছেন। কিন্তু যদি বারাসাত কেন্দ্রে মৌসুমী কয়াল প্রার্থী হন, তাহলে সেই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারবেন না অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু। তাঁকে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে প্রার্থী করা হবে বলে বিজেপি সূত্রে খবর রয়েছে। এর পাশাপাশি একাধিক বিধানসভা কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। সবচেয়ে কৌতুহল রয়েছে নন্দীগ্রাম এবং ভবানীপুরের আসন নিয়ে। কারণ এই দুই জায়গাতেই প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জানা যাচ্ছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী, এবং ভবানীপুরের তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়। এখন শুধু প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষা, তারপর সবার কৌতূহল নিরসন হয়ে যাবে। 

আরও পড়ুন-  ভবানীপুরে মমতা বনাম বাবুল মেগা দ্বৈরথ? সূত্রের খবরে জল্পনা তুঙ্গে

এদিকে আগে আগে একাধিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসতে শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ জানা গিয়েছে এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ থাকতে পারে, একই সঙ্গে বহু হেভিওয়েট প্রার্থী বয়স জনিত কারণে তালিকায় নাও থাকতে পারে। পাশাপাশি টলিউডের একাধিক তারকা এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *