Aajbikel

রেকর্ড গড়ল বঙ্গতনয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে হার মানিয়ে মাকালু শৃঙ্গজয় পিয়ালির

 | 
পিয়ালি

 চুঁচুড়া: ফের একবার শিখর জয়৷ ফের এক আট হাজারি শৃঙ্গ ছুঁলেন বঙ্গতনয়া পিয়ালি বসাক। এই নিয়ে আট হাজার উচ্চতার ছয় নম্বর শৃঙ্গ জয় করতেন তিনি। তবে শিখর জয়ের লড়াইটা এবারেও সহজ ছিল না। ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়তে হয় পিয়ালিকে৷ তবে সব প্রতিকূলতাকে হার মানিয়ে বুধবার ভারতীয় সময় সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করে নেন চন্দননগরের মেয়ে৷  

বুধবার পিয়ালির বোন তমালি বসাক বলেন, দু’দিন আগে দিদির সঙ্গে যখন কথা হয়, তখন খারাপ আবহাওয়ার কারণে পর্বতে ওঠা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বুধবার দুপুরে আচমকা খবর আসে দিদি মাকালু শৃঙ্গ জয় করে ফেলেছে৷ এই জয়ের নেপথ্যে অনেকের অবদান রয়েছে। বাংলার আরেক পর্বতারোহী দেবরাজ দত্ত জানান, টুসি দাস (শা) দু’টি ও প্রয়াত ছন্দা গায়েন তিনটি আট হাজারি শৃঙ্গ জয় করেছিলেন। সেই নিরিখে পিয়ালিই বাংলার প্রথম মহিলা পর্বতারোহী, যিনি ছয়টি আট হাজারি শৃঙ্গ জয় করলেন। এই জয়ের সঙ্গে সঙ্গে তিনি অনেক পুরুষ পর্বতারোহীকেও ছাপিয়ে গেলেন। মাকালু অভিযান আয়োজনকারী সংস্থার সদস্য নিবেশ খারকি জানান, অভিযাত্রীরা সকলেই সুস্থ আছেন। ইতিমধ্যেই তাঁদের বেসক্যাম্পে নেমে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

পিয়ালির শৃঙ্গজয়ের পথে শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, আর্থিক ও পারিবারিক প্রতিকূলতাও বরাবরই কাঁটা হয়ে বিঁধেছে৷ তবে হার মানেননি চন্দননগরের কাঁটাপুকুরের এই জেদি মেয়েটি। অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের পরেই মাকালু অভিযান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর বাবা অসুস্থ৷ হঠাৎ করেই তাঁর শরীর আরও খারাপ হওয়ায় বাড়ি ফিরে আসতে হয় পিয়ালিকে। একরাশ জেদকে সম্বল করে ২৭ এপ্রিল মাকালু অভিযানে বেরন তিনি। গত কয়েকদিন ধরেই বারবার প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু পিয়ালি যে হার মানার পাত্রী নন। অপেক্ষা করেছেন সুযোগ আসার। বুধবার সকালে সেই সুযোগ আসতেই পদানত হল মাকালু। মেয়ের শৃঙ্গজয়ের খবর আসতেই উচ্ছ্বাস শুরু হয় কাঁটাপুকুরের বাড়িতে৷ দলে দলে শুভেচ্ছা জানান শুভানুধ্যায়ীরা৷ 


 

Around The Web

Trending News

You May like