বিদেশ থেকে আসছে মায়ের বিয়ের প্রস্তাব! পাত্র বাছাইয়ে আপ্লুত গৌরব

কলকাতা: বাবার মৃত্যুর পর মায়কে নতুন জীবন দিতে চেয়েছিলেন ছেলে৷ মায়ের জন্য পাত্র চেয়ে দিয়েছিলেন বিজ্ঞাপন৷ সেই বিজ্ঞাপন সোশ্যাল দুনিয়ার হাত ধরে ভাইরাল৷ আর ছেলের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে তামাম দুনিয়া৷ গোটা বিশ্বজুড়ে সেই পোস্ট ভাইরাল হতেই আসছে গুচ্ছ ফোন৷ বিদেশ থেকেও আসছে মায়ের বিয়ের প্রস্তাব৷ গত ১০ নভেম্বর মায়ের জন্য পাত্র সোশ্যাল সাইটে পোস্ট

বিদেশ থেকে আসছে মায়ের বিয়ের প্রস্তাব! পাত্র বাছাইয়ে আপ্লুত গৌরব

কলকাতা: বাবার মৃত্যুর পর মায়কে নতুন জীবন দিতে চেয়েছিলেন ছেলে৷ মায়ের জন্য পাত্র চেয়ে দিয়েছিলেন বিজ্ঞাপন৷ সেই বিজ্ঞাপন সোশ্যাল দুনিয়ার হাত ধরে ভাইরাল৷ আর ছেলের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে তামাম দুনিয়া৷ গোটা বিশ্বজুড়ে সেই পোস্ট ভাইরাল হতেই আসছে গুচ্ছ ফোন৷ বিদেশ থেকেও আসছে মায়ের বিয়ের প্রস্তাব৷

গত ১০ নভেম্বর মায়ের জন্য পাত্র সোশ্যাল সাইটে পোস্ট করেন চন্দননগরের গৌরব অধিকারী৷ চন্দননগরের বাসিন্দা গৌরব গত ৫ বছর আগে বাবাকে হারান৷ বাবার মৃত্যুর পর অনুভব করেছিলেন মায়ের একাকীত্ব৷ প্রিয়জন হারানো জীবন নাড়িয়ে দিয়েছিল তাঁদের৷ মায়ের একাকীত্ব কাটাতে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন গৌরব৷

বিদেশ থেকে আসছে মায়ের বিয়ের প্রস্তাব! পাত্র বাছাইয়ে আপ্লুত গৌরব

মায়ের নতুন সংসার গুছিয়ে দিতে চেয়েছিলেন ছেলে৷ আর সেই কারণে গত ১০ নভেম্বর মায়ের জন্মদিনে পাত্র চেয়ে সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন৷ গত কয়েকদিনে এই পোস্ট এখন বিশ্বজনীন৷ কারণ গোটা বিশ্বের এখন এই পোস্ট নিয়ে খবর প্রকাশিত হয়েছে৷ বিবিসি পৃথক একটি অনুষ্ঠানও করেছে৷ ফলে, বিদ্যুৎ গতিতে ছড়িয়েছে মা-ছেলের আবেদন৷

গৌরব জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ হতেই ফোন আসছে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বাংলাদেশ থেকে৷ ফোনে গৌরবকে কেউ জানাচ্ছেন শুভেচ্ছা৷ কেউ আবার ফোনে দিচ্ছেন বিয়ের প্রস্তাব৷ অধিকারী পরিবারের পাশে থাকারও বার্তা আসছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =