মায়ের নামে আছে ১০ কাঠা জমি। সেই জমির মালিকানা দীর্ঘদিন ধরে চাইছে ছোট ছেলে। কিন্তু সে দাবি মেনে না নেওয়ায় মায়ের কপালে জুটল বেধরক মার। মহেশতলার বেলেডাঙার বাসিন্দা এক মহিলা দীর্ঘদিন ধরে তাঁর ছোট ছেলে শ্রীমন্ত ও পুত্রবধূ অনসূয়া শাশুড়িকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। অভিযোগ, জমি লিখিয়ে দেওয়ার জন্য নানাভাবে শাশুড়ির উপর অত্যাচার করত ছেলে ও পুত্রবধূ। অবশেষে বৃহষ্পতিবার এই নিয়ে অশান্তি ওঠে চরমে। শাশুড়িকে চুলের মুঠি ধরে বেধরক মারতে থাকে পুত্রবধূ। মা-কে তাঁর বড় ছেলে বাঁচাতে এলে মার খেতে হয় তাঁকেও। তখন পুর ঘটনার ভিডিও মোবাইলবন্দি করে বড় ছেলে। ভিডিওতে দেখা যায় প্রৌঢ়া মা-কে সপাটে গালে চড় মেরে চুলের মুঠি ধরে মারতে থাকে পুত্রবধূ। তারপর প্রৌঢ়ার মুখে লোহার রড ঢুকিয়েও মারার চেষ্টা করে ছেলে ও তার বৌ। ওই অবস্থায় মা-কে উদ্ধার করে বড় ছেলে। বর্তমানে বিদ্যাসাগর ষ্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রৌঢ়া। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সম্পত্তি না দেওয়ায় শাশুড়িকে চড় চুলের মুঠি ধরে মার পুত্রবধূর
মায়ের নামে আছে ১০ কাঠা জমি। সেই জমির মালিকানা দীর্ঘদিন ধরে চাইছে ছোট ছেলে। কিন্তু সে দাবি মেনে না নেওয়ায় মায়ের কপালে জুটল বেধরক মার। মহেশতলার বেলেডাঙার বাসিন্দা এক মহিলা দীর্ঘদিন ধরে তাঁর ছোট ছেলে শ্রীমন্ত ও পুত্রবধূ অনসূয়া শাশুড়িকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। অভিযোগ, জমি লিখিয়ে দেওয়ার জন্য নানাভাবে শাশুড়ির উপর অত্যাচার