বড় ছেলে রাজনীতির বলি, ছোট ছেলেকে ঘরে আটকে রাখলেন মা!

বড় ছেলে রাজনীতির বলি, ছোট ছেলেকে ঘরে আটকে রাখলেন মা!

শান্তিপুর: শাসক দলের তাণ্ডবের আতঙ্ক তাড়া করছে মাকে। বড় ছেলে আগেই রাজনীতির বলি হয়েছে, তাই নিজের ছোট ছেলেকে ঘরে আটকে রাখলেন মা! বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছেলেকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখলেন তিনি। তাঁর আশঙ্কা, শাসক দলের ‘গুণ্ডারা’ তাণ্ডব করতে পারে। এমনই ঘটনার সম্মুখীন শান্তিপুর। 

গোটা রাত জুড়ে দুষ্কৃতীদের তাণ্ডব হয়েছে বাড়ির উপর। তাই বিজেপি কর্মী ছেলের ঘরে তালা দিয়ে রেখেছেন তাঁর মা। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর আগে ওই বাড়িতে আসেন শান্তিপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। এরপরই তাকে তালা খুলে বাইরে বের করে আনা হয়। বিজেপি কর্মী তাপস দাস শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকার দায়িত্বে ছিলেন। অভিযোগ গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে এসে হামলা করে ভাঙচুর করে বাড়ি-ঘর। তাকে এবং তার পরিবারের উদ্দেশ্যে বলা হয় সে যদি নির্বাচনের দিন বাড়ির বাইরে বের হয় তাকে প্রাণে মেরে ফেলা হবে। এরপরেই আজ, নির্বাচনের দিন তাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখে নিজের পরিবারের লোকজন। পরিবারের দাবি এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে তাদের।

উল্লেখ্য, সকাল ৯ টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ১১.১২ শতাংশ, শান্তিপুরে ভোট পড়েছে ১৫.৪০ শতাংশ, খড়দহে ভোট পড়েছে ১১.৪০ শতাংশ ও গোসাবায় ভোট পড়েছে ১০.৩৭ শতাংশ। তবে ভোট যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য নির্বাচন কমিশন, ১০০ শতাংশ বুথেই রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দিনহাটায় ২৪ কোম্পানি, শান্তিপুরে ১৯ কোম্পানি, খড়দহে ১৭ কোম্পানি ও গোসাবায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =