সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাহার তৃণমূল প্রার্থীদের! বাকি দলের কী অবস্থা

সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাহার তৃণমূল প্রার্থীদের! বাকি দলের কী অবস্থা

কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর মনোনয়ন পর্ব শুরু হতেই লাগাতার হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। এরই মধ্যে চলছে মনোনয়ন দাখিল। কিন্তু শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নানা জায়গা থেকে ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে। মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ যেমন আছে, আবার ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দেওয়ার মতো অভিযোগও এসেছে। কিন্তু সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট থেকে জানা গেল, সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাহার করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই। 

গত মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কোন দলের কতজন প্রার্থী মনোনয়ন দেওয়ার পর তা প্রত্যাহার করে নিয়েছেন সেই তথ্য জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, ৬ হাজার ৮৪৮ জন তৃণমূল প্রার্থী নাম প্রত্যাহার করেছেন, যা অন্য দলের থেকে সবচেয়ে বেশি। তৃণমূলের পরেই এক্ষেত্রে আছে বিজেপি। তাদের ৫ হাজার ৫৫২ জন প্রার্থী নাম প্রত্যাহার করে নিয়েছেন ভোট থেকে। এদিকে সিপিএমের ২ হাজার ৯৯০ জন এবং কংগ্রেসের ১ হাজার ৮২৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানা গিয়েছে। যদিও মনে রাখতে হবে, প্রায় ২০ হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেন এত সংখ্যক মনোনয়ন প্রত্যাহার হল, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। 

এই আবহেই নির্বাচন কমিশন আরও জানিয়েছে, পঞ্চায়েতের ১২ শতাংশ আসনে কোনও না কোনও দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি আসনের মধ্যে ৯ হাজার ১৩টি আসনে ভোট হবে না। তবে গত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে এবার এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অনেকটাই কম। কারণ ২০১৮ সালে ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *