কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনও খবরকে বিশ্বাস করতে নেই। এখন তো এই কথা বারেবারে বলা হচ্ছে। পুলিশ থেকেও সতর্ক করা হচ্ছে। কিন্তু কোথায় কী? ভুয়ো খবর ছড়ানোতে শীর্ষে বাংলা, এমন তথ্য সম্প্রতি সামনে এসেছে। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ বা এনসিআরবি বলছে, নেটমাধ্যমে সবচেয়ে বেশি ভুয়ো খবর ছড়ানোর তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। আর তার থেকেও চমকপ্রদ বিষয়, ২০২১ সালে সবথেকে বেশি ভুয়ো খবর ছড়ানো হয়েছে। এই বছরই ছিল বাংলা বিধানসভা নির্বাচন।
আরও পড়ুন- প্রতিবাদই সার, ব্যাঙ্ক বেসরকারিকরণ হবেই! সাফ জানালেন RBI কর্তা
রিপোর্ট অনুযায়ী, গত বছর পশ্চিমবঙ্গে নেটমাধ্যমে ৪৩টি ভুয়ো খবর ছড়ানোর মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে ২৮টিই কলকাতার। অনুমান করা হচ্ছে, ভোটের প্রচারের কারণেই সবথেকে বেশি ভুল খবর ছড়িয়েছে। নির্বাচনী প্রচার থেকে শুরু করে জনসংযোগ, সবেতেই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলি। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব দলই যতটা পেরেছে নেটমাধ্যমে প্রচার করেছে। আর তাতেই অনেক বেশি ভুয়ো খবর প্রচার হয়েছে বলে অনুমান। এদিকে জানা গিয়েছে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। সেই রাজ্যে গত বছর ভুয়ো খবর ছড়ানোর মোট ৩৪টি মামলা দায়ের হয়েছিল।
পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানার পর এই তালিকায় আছে উত্তরপ্রদেশ। সেই রাজ্যে ভুয়ো খবরের জন্য মামলা দায়ের হয়েছিল ২৪টি। এনসিআরবি জানিয়েছে, গোটা দেশে ভুয়ো খবর ছড়ানোর মোট ১৭৯টি মামলা দায়ের করার মধ্যে প্রায় ২৪ শতাংশই এসেছে পশ্চিমবঙ্গ থেকে। এদিকে দেশের মোট ১৯টি বড় শহরের মধ্যে, কলকাতা থেকেই প্রায় ৬০ শতাংশ ভুয়ো খবর ছড়ানো হয়েছে।