রবীন্দ্র সদনে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ, শেষযাত্রায় থাকবেন না মমতা

রবীন্দ্র সদনে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ, শেষযাত্রায় থাকবেন না মমতা

কলকাতা: এসএসকেএম থেকে রবীন্দ্র সদনে পৌঁছল পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ৷ দুপুর ২টো পর্যন্ত এখানেই শায়িত রাখা হবে তাঁকে৷  সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ রাজ্য সরকারের সমস্ত দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। তবে তাঁর শেষ যাত্রায় থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবারই এ কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সুব্রত মুখোপাধ্যায়ের সাহচর্য পেয়েছেন তিনি। মত বিরোধ হলেও তাঁর ফের একসঙ্গে দীর্ঘ পথ চলেছেন৷ ‘দাদা’ সুব্রতের প্রয়াণ মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ তাঁর মন ভাল নেই। এই শোকেই শেষযাত্রায় থাকবেন না বলে জানিয়েছেন তিনি। সুব্রতর প্রয়াণের খবর পেয়েই এসএসকেএম-এ গিয়েছিলেন মমতা৷ কিন্তি জানিয়ে দেন,  ‘‘আমি সুব্রতদার মরদেহ দেখতে পারব না।’’

আরও পড়ুন- ‘মুখ থেকে কুকথা বেরলেই শুধরে দিতেন’, সুব্রতর স্মৃতিচারণে শোকার্ত অনুব্রত

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সুজন চক্রবর্তী৷ শোক প্রকাশ করেছেন বিজেপি’র শমীক ভট্টাচার্যও৷  বিমান বলু বলেন, ‘‘কংগ্রেস ঘরানার অন্যতম সেরা নেতা। প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূলে থাকলেও, সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন তিনি।’’ আবার সুব্রত মুখোপাধ্যায়ের রসবোধের কথা উঠে এসেছে সুজনের গলায়। তিনি বলেন, ‘‘সুব্রত দা’র অসাধাণ রসবোধ ছিল৷ ’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =