সকালে শীত-শীত ভাব! তবে কি শীত এল বাংলায়? কী বলছে পূর্বাভাস?

কলকাতা: মিটেছে দুর্গোৎসব৷ কালীপুজো-দীপাবলি পেরিয়ে চলে এসেছে ভাইফোঁটা৷ সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে প্রকৃতিও৷ অস্বস্তিকর গরমের কিছুটা স্বস্তি দিয়ে খানিকটা শীতল হয়েছে প্রকৃতি৷ সকালের দিকে সামান্য শীত শীত ভাব থাকছে৷ কিন্তু প্রকৃতির এই শীতলতা আরও কত দিন বজায় থাকবে? বঙ্গেদেশে কবে আসবে শীত? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪-৫

সকালে শীত-শীত ভাব! তবে কি শীত এল বাংলায়? কী বলছে পূর্বাভাস?

কলকাতা: মিটেছে দুর্গোৎসব৷ কালীপুজো-দীপাবলি পেরিয়ে চলে এসেছে ভাইফোঁটা৷ সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে প্রকৃতিও৷ অস্বস্তিকর গরমের কিছুটা স্বস্তি দিয়ে খানিকটা শীতল হয়েছে প্রকৃতি৷ সকালের দিকে সামান্য শীত শীত ভাব থাকছে৷ কিন্তু প্রকৃতির এই শীতলতা আরও কত দিন বজায় থাকবে? বঙ্গেদেশে কবে আসবে শীত?

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪-৫ দিনে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই৷ আর তার জেরেই তাপমাত্রা স্বাভাবিক থাকবে৷ সকালের দিকে কিছুটা শীত-শীত অনুভূত হলেও শীত এখনই পাকাপাকিভাবে বাংলায় আসবে না বলে সাফ ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ কেননা, আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে৷ আপাতত ওই ঘূর্ণিঝড়টি ওমানের দিকে চলে যাওয়াই উত্তর-পশ্চিমের হাওয়া বঙ্গদেশে প্রবেশ করতে পারছে না৷ আর সেই কারণে তাপমাত্রা কিছুটা নেমেছে৷ ফলে আপাতত শীত-শীত অনুভূত হলেও আদতে শীত পাকাপাকিভাবে বাংলায় যাঁকিয়ে বসবে তা এখনই বলতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তর৷

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমাদের এখানে বর্তমান পরিস্থিতিতে বড় কোনও আবহাওয়ার কোন খবর নেই৷ যা আছে আরব সাগরের উপর৷ ওখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে৷ এখানে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা আপাতত ৪-৫ দিন নেই৷ ২১ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন থাকবে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে৷ মেঘ করলে ৩০ ডিগ্রি তাপমাত্রা হতে পারে৷ এখন আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই৷ শুষ্ক আবহাওয়া থাকবে৷ গরম বলতে যা সেটা অনুভূত হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *