আরও ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়

কলকাতা: এখন কালবৈশাখীর সময়। বাংলায় সেই পরিস্থিতি রয়েছে, এমনটাই আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো সোমবার ঝড়-বৃষ্টি হল না বটে, তবে আজ, মঙ্গলবার তা হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে বলে জানাল হাওয়া অফিস। যদি হয়, তাহলে তা সামান্যই হবে, এমনই মতামত তাদের। তবে আগামীকাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে জানিয়েছে তারা। ঝলমলে

83d37562e31b375f4a6852d9fd9b1b64

আরও ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়

কলকাতা: এখন কালবৈশাখীর সময়। বাংলায় সেই পরিস্থিতি রয়েছে, এমনটাই আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো সোমবার ঝড়-বৃষ্টি হল না বটে, তবে আজ, মঙ্গলবার তা হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে বলে জানাল হাওয়া অফিস।

যদি হয়, তাহলে তা সামান্যই হবে, এমনই মতামত তাদের। তবে আগামীকাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে জানিয়েছে তারা। ঝলমলে আকাশ থাকলেও গরম বাড়বে বলেই জানা গিয়েছে। তবে ররিবার শহরে ও দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় তুমুল ঝড় ও বৃষ্টির জেরে সোমবারের আবহাওয়া ছিল মনোরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *