আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টির আশঙ্কা বাংলায়, কেমন থাকবে কলকাতা

আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টির আশঙ্কা বাংলায়, কেমন থাকবে কলকাতা

কলকাতা: চলতি সপ্তাহে অন্ধ্র এবং ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির দেখা মিলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমাও। পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও অল্পবিস্তর ঝড়বৃষ্টির দেখা মিলেছে। এমতাবস্থায় আগামী সপ্তাহের জন্য বড়সড় ওয়েদার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর আগামী সপ্তাহের শুরু থেকেই ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জানা যাচ্ছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচটি জেলায়।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৮ জুলাই অর্থাৎ সোমবার থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। যদিও এখনো উত্তরবঙ্গের এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের ধারা অব্যাহত। তবে জানা যাচ্ছে আগামীকাল থেকেই উত্তরবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। সোমবার অর্থাৎ ১৮ তারিখ সেটা আরো কিছুটা বাড়বে বলে খবর।

 এদিকে উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনো ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই খবর। জানা যাচ্ছে চলতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের মতো জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, জুন মাসের ১ তারিখ দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু তারপরেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদরাও জানিয়েছেন, অন্য বছরের থেকে এই বছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম। ফলে চাষবাসেরও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই সমগ্র রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে প্রায় ২৬ শতাংশ, এই মুহূর্তে যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 অন্যদিকে আজও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কলকাতা এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে বলে খবর। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে অপেক্ষা কৃত কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য দক্ষিণবঙ্গবাসীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছেন তারা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 13 =