২২ কোটি নস্যি! আগেও টাকা পাচার হয়েছে, আরও হত, অনুমান ইডি’র

২২ কোটি নস্যি! আগেও টাকা পাচার হয়েছে, আরও হত, অনুমান ইডি’র

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এই অর্পিতার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বস্তাবন্দি প্রায় ২২ কোটি টাকা। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই টাকার সরাসরি যোগ আছে বলেই আগেই অনুমান করেছে ইডি। এবার তাদের ধারণা, শুধু এই টাকাই নয়, আগেও আরও শয়ে শয়ে টাকা ছিল যা পাচার করে হয়েছে। এই টাকাও পাচারের উদ্দেশ্য ছিল। সন্দেহ করা হচ্ছে, হাওয়ালার মাধ্যমে পাচার হয়েছে সব টাকা।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে ধাক্কা শাসক দলের, জামিন খারিজ ১৩ জনের

শুধু এই ফ্ল্যাট থেকেই ২০ কোটির বেশি টাকা উদ্ধার হওয়ায় অনেকের ধারণা হয়েছে অন্য জায়গায় তল্লাশি হলে হয়তো আরও টাকা উদ্ধার হবে। কিন্তু অনুমান করা হচ্ছে, আরও যদি টাকা থেকে থাকে তাহলে তা হাওয়ালার মাধ্যমে পাচার করে হয়েছে। এই প্রায় ২২ কোটি টাকাও পাচার করা হত, কিন্তু তার আগেই তা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকা ডাক্ট টেপ দিয়ে মোড়ানো ছিল, তাই সন্দেহ আরও বাড়ছে। ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে, অর্পিতার নামে ১২ টি ভুয়ো সংস্থা আছে। নাকতলা ও তাঁর ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে ১২ টি ভুয়ো সংস্থার তথ্য হাতে পেয়েছেন ইডি আধিকারিকরা৷ এর মধ্যে অন্তত ৬ টি সংস্থায় অর্পিতার ঘনিষ্ঠদের নাম রয়েছে।

অর্পিতা নিজেকে নির্দোষ বলে দাবি করলেও ইডি জানতে পেরেছে ওড়িশা ও তামিলনাড়ুর কয়েকটি প্রোডাকশন হাউস ও কয়েকজন মাঝারি মাপের অভিনেতাকে টাকা দিয়েছিলেন তিনি। এই দুই রাজ্যে প্রোডাকশন হাউসে অর্পিতা টাকা লগ্নি করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। এদিকে মা’কে নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন অর্পিতা। নেট মাধ্যেম ছেয়ে গিয়েছে একের পর এক মিম, কটাক্ষের বন্যা চারিদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =