আরও মহার্ঘ রান্নার গ্যাস, রাতারাতি উধাও বর্ধিত ভর্তুকি! বিপাকে জনতা

আরও মহার্ঘ রান্নার গ্যাস, রাতারাতি উধাও বর্ধিত ভর্তুকি! বিপাকে জনতা

f1771c6a52c17cfba06fa05eadb37b1a

কলকাতা: দিল্লি বিধানসভা নির্বাচন মিটতে একধাক্কায় ১৪৯ টাকা বাড়াল রান্নার গ্যাসের দাম৷ এক দিকে কম ভর্তুকি, অন্যদিকে লাফিয়ে লাফি গ্যাসের দাম বৃদ্ধির জেরে বিপাকে বহু গ্রাহক৷ গত ছ’মাস কম ভর্তুকি পেয়ছেন টাকা পাচ্ছেন গ্রাহকরা৷ আর তাতেই বাড়ছে ক্ষোভ৷

ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দামের কোনও হেরফের হয়নি৷ ফলে, ভর্তুকি একই থাকার কথা৷ কিন্তু, ফেব্রুয়ারিতে চার টাকা কম ভর্তুকি পেয়েছেন গ্রহকরা৷ চলতি মাসে ভর্তুকির পরিমাণ কত হবে, তাও এখনও পরিষ্কার নয়৷ একদিনে ভর্তুকিতে কোপ, অন্যদিকে নতুন করে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানোয় গ্রাহকরা ক্ষুব্ধ৷

অন্যদিকে, আজ থেকে একধাক্কায় ১৪৯ টাকা বাড়াল রান্নার গ্যাসের দাম৷ ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম ৮৯৬ টাকা নির্ধারিত হয়েছে৷ রাতারাতি রান্নার গ্যাস মহার্ঘ হতেই ক্ষোভ বেড়েছে জনতার৷
অন্যদিকে, গ্রাহকদের অভিযোগ, বাড়িতে গ্যাস ডেলিভারি দেওয়ার সময় ক্যাশমেমোয় লেখা দামের অনুপাতে গ্রাহক কত টাকা ভর্তুকি পাবেন, তারও উল্লেখ না থাকায় ক্ষোভ বাড়ছে৷ গত আগস্ট থেকে ক্যাশমেমোয় ভর্তুকি অঙ্ক তুলে দেওয়া হয়েছে৷ আর তাতেই বাড়ছে ধোঁয়াশা৷

গ্রাহকরা খোঁজ নিয়ে জানতে পারেছেন, মাসে তাঁরা ভর্তুকি পেয়েছেন ৭৪.০৫ টাকা৷ হিসবা বলছে, প্রতি মাসে গ্যাসের দাম ও ভর্তুকিমূল্য কখনও সাত, কখনও আট টাকা কম পাচ্ছান গ্রাহকরা৷ প্রতি মাসে গ্যাসের দাম বেড়লেও সেই হারে ভর্তুকি বাড়ছে না৷ ক্যাশমেমোয় তার উল্লেখ না থাকায় গ্রাহকরা পড়েছেন চূড়ান্ত বিভ্রান্তিতে৷

হিসাব বলছে, জানুয়ারিতে গ্যাসের দাম ছিল ৭৪৭ টাকা৷ ডিসেম্বরের তুলনায় ২১.৫০ টাকা বেশি৷ ডিসেম্বরে ভর্তুকি মিলেছে ১৭০.৯০ টাকা৷ জানুয়ারিতে দাম বৃদ্ধি হওয়ায় ভর্তুকি ২১.৫০ টাকা বেশি হওয়ার কথা থাকলেও তা পাননি গ্রাহকরা৷ ভর্তুকি মিলেছে মাত্র ১৮৭.৩৮ টাকা৷ ২১.৫০ টাকার পরিবর্তে ভর্তুকি পাওয়া গিয়েছে ১৬.৪৮ টাকা৷ ফেব্রুয়ারির শুরুতে গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হলেও গত মাসের মতো ভর্তুকি বাবদ ১৮৭.৩৮ টাকা পাওয়ার কথা থাকলেও তা হয়নি৷ পাওয়া গিয়েছে ১৮৩.৩৮ টাকা৷ কিন্তু, বাস্তবে তা পাওয়ার কথা ছিল ২০৪.৩৮ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *