কলকাতা: বুথে বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা পরিষ্কার করে না বললেও প্রতি বুথে সশস্ত্র পুলিস থাকবে বলে জানিয়ে দিয়েছেন।
প্রথম দফার ভোটে ইতিমধ্যে ৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। আরও ২৫ কোম্পানি আসতে পারে বলে জানা গিয়েছে। তবে ভোটকর্মীদের নিরাপত্তা নির্বাচন কমিশনের কাছে অগ্রাধিকার। তাঁদের সবরকম নিরাপত্তা দেওয়া হবে বলে এদিন একটি ‘প্রেস নোটে’ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটের দিন নিরাপত্তার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন ভোটকর্মীরা। তাঁরা পথ অবরোধও করেছেন। বিভিন্ন কর্মচারী সংগঠন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য স্মারকলিপি দেয়।
এদিন শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে ভোটকর্মীদের নিরাপত্তার দাবি জানানো হয়। ওই সংগঠনের তরফে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি পাঠানো হয়। পরে বিকেলে প্রেস নোট ইস্যু করে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, ভোটকর্মীদের নিরাপত্তা দেওয়া কমিশনের অগ্রাধিকারের বিষয়। কোনও রকম দুশ্চিন্তার বিষয় নয়। ভোটকর্মীদের সবরকম নিরাপত্তা দেওয়া হবে। ভোটকর্মীদের আশ্বস্ত করতে এই ভাবে প্রেস নোট ইস্যু করার ঘটনা রাজ্যে প্রথম বলে অভিজ্ঞমহল মনে করছে।