দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে দেরিতে, কিন্তু কেন? যা বলছেন আবহবিদেরা

কলকাতা: চলতি বছর সময়ের অনেক আগেই বর্ষা ঢুকেছে দেশে৷  যথা সময়ে বর্ষা এসে পৌঁছেছে উত্তরবঙ্গেও৷  তবে উত্তরে বর্ষা এলেও, দক্ষিণবঙ্গে সময় মতো বর্ষা আসবে কিনা,…

কলকাতা: চলতি বছর সময়ের অনেক আগেই বর্ষা ঢুকেছে দেশে৷  যথা সময়ে বর্ষা এসে পৌঁছেছে উত্তরবঙ্গেও৷  তবে উত্তরে বর্ষা এলেও, দক্ষিণবঙ্গে সময় মতো বর্ষা আসবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷  আবহবিদদের একাংশের মতে, দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে আরও কিছু দিন বিলম্ব হতে পারে৷ সম্ভবত আগামী ১০ জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে ১২ বা ১৩ জুন নাগাদ।

 

চলতি বছর সময়ের একদিন আগেই ৩০ মে দেশবাসীকে দহনজ্বালার হাত থেকে মুক্তি দিয়ে কেরল উপকূলে এসে পৌঁছয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে কেরলে শুরু হয়েছে বৃষ্টিপাত৷ মৌসুমি বায়ু একটু একটু করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি নেমেছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমে। পূর্বাভাস মাফিক উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে৷ তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দু’-তিন দিন দেরি হয়ে যেতে পারে৷ আবহবিদেরা জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রবাহ কমে যাওয়ার জন্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে বিলম্ব হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *