উত্তরে বর্ষা, দক্ষিণের জন্য কী পূর্বাভাস হওয়া অফিসের?

কলকাতা: উত্তরবঙ্গকে স্বস্তি দিয়ে অবশেষে ঢুকল বর্ষা৷ তবে এখনই দক্ষিণবঙ্গের জন্য কোনও ভাল খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া অফিস৷ হাওয়া অফিস জানিয়েছে, সিকিম হয়ে রাজ্যে ঢুকেছে মৌসুমী বায়ু৷ আত তার জেরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি৷ উত্তরবঙ্গের বাকি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,

উত্তরে বর্ষা, দক্ষিণের জন্য কী পূর্বাভাস হওয়া অফিসের?

কলকাতা: উত্তরবঙ্গকে স্বস্তি দিয়ে অবশেষে ঢুকল বর্ষা৷ তবে এখনই দক্ষিণবঙ্গের জন্য কোনও ভাল খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া অফিস৷

হাওয়া অফিস জানিয়েছে, সিকিম হয়ে রাজ্যে ঢুকেছে মৌসুমী বায়ু৷ আত তার জেরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি৷ উত্তরবঙ্গের বাকি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও দুই ২৪ পরগনায় তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ তবে, কবে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে তা এখনই বলতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস৷ মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া নিম্নচাপ মৌসুমী বায়ুকে টেনে আনতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + twelve =