টাকার লেনদেন হত ক্রিপ্টো কারেন্সিতে, পুলিশের জালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের কিং পিন

টাকার লেনদেন হত ক্রিপ্টো কারেন্সিতে, পুলিশের জালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের কিং পিন

 

কলকাতা: বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের কিং পিন। বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের নাম করে প্রতারণা চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গ্রেফতার রাজেশ সিং বাঘেল সহ দুই।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা প্রতারণা করতো বেশ কিছু প্রতারণা চক্র। সেই তদন্ত শুরু করে বেশ কিছুদিন ধরেই সল্টলেক সেক্টর ফাইভের বেশ কয়েকটি অফিসে হানা দিয়েছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল প্রতারণা চক্রের সঙ্গে যুক্তদের।

সেখান থেকেই পুলিশের তথ্য উঠে আসে রাজেশ সিং বাঘেলের নাম। এছাড়াও রাজ্য পুলিশের একাধিক থানায়, কলকাতা পুলিশ এবং সিআইডির তদন্তে উঠে আসে বাঘেলের নাম। পুলিশ সূত্রে খবর, বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের নাম করে প্রতারণা ছিল আই টি ইঞ্জিনিয়ার রাজেশের মস্তিষ্কপ্রসূত প্রতারণার ধরণ। রাজেশের হাত ধরেই রাজ্যে গড়ে উঠেছিল একধিক ভুয়ো কল সেন্টার। সেখান থেকেই বিদেশি নাগরিকদের প্রতারিত করা হত। কোনও সময় টাকার লেনদেন হত ক্রিপ্টো কারেন্সিতেও বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

অবশেষে বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে, সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকেই সেক্টর ফাইভ অঞ্চলের এই ভুয়ো কল সেন্টারের অন্যতম মাথা বিনোদ কুমার সিং এবং রাজ্যের প্রতারণা চক্রের সৃষ্টিকর্তা হিসাবে পরিচিত রাজেশ সিং বাঘেলকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের কাছ থেকে ৬২টি কম্পিউটার, ৬২টি হার্ড ডিস্ক, ৬১টি আই পি ফোন, ২টি মোবাইল ফোন, ৭টি কাস্টমার ডেটা সিট, বিদেশি আই পি লগ সিট সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃত রাজেশ সিং বাঘেলের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বিদেশি নাগরিকদের সঙ্গে ক্রিপ্টো কারেন্সি অ্যাড্রেস আদান প্রদানের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও রাজেশ সিং বাঘেলের সঙ্গে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের কোথায় কোথায় শাখা রয়েছে বা এই এদের পিছনে কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িয়ে আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eighteen =