হাইকোর্টের নির্দেশে চিটফান্ডের টাকা ফিরে পেলেন আমানতকারীরা

হাইকোর্টের নির্দেশে চিটফান্ডের টাকা ফিরে পেলেন আমানতকারীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিবজিওরের আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল। ৫ নম্বর কাউন্সিল হাউজ স্ট্রিটে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করল শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার কমিটি। প্রথম পর্যায়ে ৫০ জন আমানতকারীর টাকা ফেরত দেওয়া হল। করোনার সংক্রমণের আশঙ্কায় টাকা ফেরত নিতে আসা আমানতকারীদের ৫০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে জানান কমিটির সদস্য আইনজীবী অরিন্দম দাস।

তিনি জানান ২০১৬ সালের মার্চ মাস থেকে ভিবজিওরের আমানতকারীরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আগামী দিনেও এই লড়াই চলবে বলে তিনি জানান। টাকা ফেরানোর প্রক্রিয়ার প্রথম পর্বে বিচারপতি তালুকদারের কমিটির পক্ষ থেকে ৫০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়। বুধবার সকাল থেকেই কমিশনের অফিসের সামনে ভিড় করতে শুরু করে আমানতকারীরা। শুধু এরাজ্যের নয় এমনকি ওড়িশা থেকেও অনেকেই আসেন টাকা ফেরত নিতে। উৎসবের মরসুমের আগে টাকা ফেরত পেয়ে যথেষ্ট খুশি তারা।

বিচারপতি এস পি তালুকদারের কমিটির পক্ষ থেকে আমানতকারীদের বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হয় এবং আমানতকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। রাজ্য জুড়ে একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা লগ্নি করে সর্বস্বান্ত হন বহু মানুষ। সারদা, আইকোর, রোজভ্যালিসহ বিভিন্ন বেআইনী অর্থলগ্নি সংস্থার ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয় পথে বসেছেন অনেকেই। লগ্নি করে টাকা ফেরত না পেয়ে শোক সামলাতে না পেরে অনেকেই মারা গেছেন কেউ কেউ আবার আত্মহত্যা করেন। বহু এজেন্ট খুইয়েছেন তাদের সুনাম। টাকা না পেয়ে সাধারণ মানুষের হেনস্থার শিকার হয়েছেন বহু এজেন্ট। একই অবস্থায় পড়ে মৃত্যুর কবলে পরেছেন অনেক এজেন্টই। এই বেআইনী অর্থলগ্নি সংস্থাগুলির কবল থেকে খোয়া যাওয়া টাকা ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন অনেকে। যদিও কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে দীর্ঘদিন ধরে বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলাগুলির শুনানি চলছে। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে টাকা ফেরত পেয়ে খুশির হাওয়া আমানতকারীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *