সব করতে গেলে সরকার বিকিয়ে যাবে, টাকা নেই: মমতা

বীরভূমের প্রশাসনিক বৈঠকের আদিবাসী নৃত্য শিল্পীদের ভাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়।

c2ba7a3d702852649afed6c4f5c4d577

 

বোলপুর: বীরভূমের প্রশাসনিক বৈঠকের আদিবাসী নৃত্য শিল্পীদের ভাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, আদিবাসী নৃত্যশিল্পীরা অনেকেই রয়েছেন যারা ভাতা পাননি। এই কথা জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব করতে গেলে সরকার বিকিয়ে যাবে, এমনিতেই তাদের কাছে টাকা নেই।

মমতার কথায়, আদিবাসী নৃত্য শিল্পীদের এক একটা দলে এতজন কোরে আছে যে সবার জন্য সবকিছু করাটা একটু সমস্যা। কিন্তু আদিবাসীদের পড়াশোনা, স্বাস্থ্য, খাওয়া-দাওয়ার বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মৃত্যু শিল্পীদের সবাইকে একসঙ্গে এত কিছু দেওয়া সম্ভব নয়। তবে একটা জিনিস করা যেতে পারে, বিভিন্ন জায়গায় যে মেলা হচ্ছে সেখানে তাদের দিয়ে অনুষ্ঠান করানো যেতে পারে। তাতে তাদের উপার্জনের রাস্তা খুলবে। এই প্রসঙ্গে মমতা স্পষ্ট আরো একবার জানিয়ে দেন, কেন্দ্রের থেকে প্রায় ৮৫,০০০ কোটি টাকা পায় রাজ্য কিন্তু সেই টাকাটা এখনো দেয়নি। সব করতে গেলে সরকার বিকিয়ে যাবে, কারণ এমনিতেই সরকারের কাছে টাকা নেই। মমতার অভিযোগ, রাজ্য সরকারের কাছ থেকে কর আদায় করলেও সেই টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 

উল্লেখ্য এদিন, ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি আনতে চলেছে রাজ্য৷ সোমবার দুপুরে বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে এ কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছোট ছোট কাজ করার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী৷  এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছর ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য একটি পৃথক টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। ছোট খাটো সব ধরনের কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে৷ বড় বড় সেতু তৈরির কথা এখানে হবে না৷  ছোট কালভার্ট, পাড়ার শৌচাগার বা অতিরিক্ত ক্লাসরুম তৈরির মতো বিষয়গুলি এই কর্মসূচির মাধ্যমে সমাধান করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *