‘টাকা যেত সরাসরি দিদিমণির কাছে’, কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে বেলাগাম অর্জুন

‘টাকা যেত সরাসরি দিদিমণির কাছে’, কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে বেলাগাম অর্জুন

 

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: তিনি যখনই মুখ খোলেন বেকাদায় পড়ে শাসকদল৷ কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে ফের বিস্ফোরক অর্জুন সিং৷ বুধবার বিজেপি যুব মোর্চার তরফে হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত র‍্যালি ও যোগদান মেলা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্জুন। সেখান থেকেই বেলাগাম মন্তব্য বিজেপি সাংসদের৷ তিনি বলেন, ‘কেডি সিং গ্রেফতার হয়েছে কারণ হয়তো ২০১১এর নির্বাচনে তার কাছ থেকে কোটি কোটি টাকা তৃণমূলের পার্টি অ্যাকাউন্টে গিয়েছিল। হয়ত সেই লেনদেনের তথ্য  ইডির হাতে এসেছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’

এরপরই তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে গ্রেফতার হননি কিন্তু কেডি সিং বিজেপিতে যোগ দেননি বলে তাকে গ্রেফতার করা হল সত্যিই কী তাই? যার উত্তরে অর্জুন বলেন, ‘মুকুল রায় কে তা আগে জানতে হবে । উনি তৃণমূলের সেকেন্ড ম্যান ইন কমান্ড ছিলেন। মুকুল রায়ের দল ছাড়ার কারন ভাইপো। দিদিমণি কি ভাইপো ছাড়া কারও কথা শোনেন ? মুকুল রায় টাকা নিয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে ? টাকা সরকারি দিদিমণির কাছে যেত।  মুকুল রায় টাকা নিয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে?’

কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে এদিন মুখ খোলেন বিজেপির নব্য সদস্য শুভেন্দু অধিকারিও৷ শুভেন্দুর কথায় কান টানলে মাথা আসবে৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে৷ এরপর শাসকদলকে ঘিরে অর্জুনের এহেন মন্তব্য৷ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের এহেন মন্তব্যে আরও জোরালো হচ্ছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *