‘বস্তায় করে টাকা পৌঁছত কলকাতায়’, টেট-এসএসসিতে দুর্নীতির পর্দাফাঁস শুভেন্দুর!

‘বস্তায় করে টাকা পৌঁছত কলকাতায়’, টেট-এসএসসিতে দুর্নীতির পর্দাফাঁস শুভেন্দুর!

ভগবানপুর: জমা পড়ত সাদা খাতা, টাকা দিয়ে হত চাকরি, বস্তায় করে টাকা নিয়ে পৌঁছন হত কলকাতায়৷ ভগবানপুরের সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ কার হাত ধরে হত এমন কাজ? নাম নিলেন ভগবানপুরের নিহত তৃণমূল নেতা নিহত তৃণমূল নেতা নান্টু প্রধানের৷ বললেন, ‘ নান্টু কী করত জানেন তো? বস্তায় করে টাকা নিয়ে কলকাতায় পৌঁছে দিত৷ প্রাইমারীতে ফাঁকা খাতা ফেলতেন৷ আর নান্টুবাবুরা ফিলআপ করত৷

তিনি আরও বলেন, “এইসব ছেলেকে অসৎ করল কারা? দক্ষিণ কলকাতার একটা দুটো তিনটে লোক যারা চালাচ্ছেন ভুস্বামীদের মতো৷” শুভেন্দু কথায় এখন নান্টু প্রধানের বাবা সেই টাকা জমি বিক্রি করে মেটাচ্ছে৷ শুভেন্দুর কথায়, এই দলে থাকলে কর্মচারী হয়ে থাকতে হত, তা হতে পারিনি কারণ মেরুদণ্ড শক্ত রয়েছে৷

প্রসঙ্গত রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাইমারি টেট থেকে শুরু করে এসএসসির দুর্নীতি নিয়ে বারবার বিরোধীরা সুর চড়িয়েছেন৷ এখন বিজেপিতে এসে সুর চড়াচ্ছেন শুভেন্দুও৷ তাহলে কী এবার নির্বাচনের আগে হাটে হাড়ি ভাঙবেন শুভেন্দু? শাসকদলের বিরুদ্ধে তোলা একের পর এক বিস্ফোরক অভিযোগ কী বিশ্বাস করবে মানুষ? না আস্থা রাখবেন মা মাটি মানুষের ওপর৷ তা অবশ্য বোঝা যাবে নির্বাচনের ফলাফলেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + twelve =