অর্ধনমিত থাকবে ক্লাবের পতাকা, সহ-সভাপতিকে হারিয়ে মন খারাপ মোহনবাগানের

অর্ধনমিত থাকবে ক্লাবের পতাকা, সহ-সভাপতিকে হারিয়ে মন খারাপ মোহনবাগানের

কলকাতা: ছিলেন সফল একজন রাজনীতিবিদ। ‌‌একই সঙ্গে ছিলেন কলকাতার ময়দানের সঙ্গে জড়িয়ে। শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের সহ-সভাপতি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। আজ তার প্রয়াণে মন খারাপ সবুজ মেরুন বাহিনীর। ক্লাবের সহ-সভাপতিকে শ্রদ্ধা জানিয়ে পতাকা অর্ধনমিত রাখবে মোহনবাগান ক্লাব। জীবনের শেষ দিন পর্যন্ত ময়দানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর প্রয়াণে গভীরভাবে মর্মাহত মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু।

গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয়েছে শহরের প্রাক্তন মেয়র এবং রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। রাজ্যের মন্ত্রীর এইভাবে চলে যাওয়া কেউই মানতে পারছেন না। যারা প্রচন্ড শোকাহত এবং মর্মাহত তাদের মধ্যে রয়েছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুও। তিনি বলছেন, মনে হচ্ছে তিনি অভিভাবককে হারিয়েছেন। সুব্রত মুখোপাধ্যায় এমন একজন ব্যক্তি ছিলেন যার ক্লাবে থাকার জন্য পদের দরকার হত না। মোহনবাগান ক্লাবকে তিনি কতটা ভালোবাসতেন তার স্মৃতিচারণ করেছেন মোহনবাগান সচিব। তিনি আরো বলছেন, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ শুধুমাত্র ক্লাবের নয় ব্যক্তিগত পর্যায়ের ক্ষতি। সেই ক্ষতি কখনোই পূরণ হবে না। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ক্লাবের সহ-সভাপতির প্রয়াণে তারা মর্মাহত। তিনি একজন আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক ছিলেন।

গত ২৪ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ সেই সময় চিকিৎসকরা তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন৷ এর পর তাঁর বুকে দুটি স্টেন্টও বসানো হয়৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয়৷ আক্রান্ত হন স্টেন্ট থ্রম্বোসিসে৷ তড়িঘড়ি আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। রাত ৯টা ২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =