ইংরেজবাজার: মালদহে সুজাপুরে গাড়ি-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পিছনে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ! চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম৷
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মী একটি মাঠে থাকা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালাচ্ছে৷ রাইফেলের বাট দিয়ে ভাঙা হচ্ছে গাড়ির কাঁচ৷ একইসঙ্গে মারা হচ্ছে পাথর৷ পুলিশের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনীতির ময়দানে মেনেছে সিপিএমও কংগ্রেস৷
গোটা ঘটনার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি৷ মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম৷ বিচারবিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের৷ ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হতেই মুখ খুলেছে মালদহ জেলার পুলিশ সুপার৷ জানিয়েছেন, পুলিশকর্মীরা যদি এমন কোন ঘটনা ঘটিয়ে থাকে, অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷