মমতার হ্যাটট্রিক রুখে দেবে মোদীর তৃতীয় বিজয় রথ?

মমতার হ্যাটট্রিক রুখে দেবে মোদীর তৃতীয় বিজয় রথ?

9404e9060d2d0fc4bb817183698829c6

কলকাতা: ‘কংগ্রেস নয়, এই ভোটে জিতে গোটা দেশের প্রধান বিরোধী মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’ বক্তা অন্য কেউ নয়, নিজের মাসচারেক আগের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে হিরো হয়ে ওঠা ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ তবে একথা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে, ২০২১-এর বঙ্গযুদ্ধের ফলাফল জাতীয় রাজনীতির নিরিখে নতুন করে অনেকটাই লাইমলাইটে এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

শুধু যে নরেন্দ্র মোদি-অমিত শাহের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছেন তাই নয়, প্রতিষ্ঠান বিরোধিতা থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে এজেন্সির চোখরাঙানি- সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিনি দেখিয়ে দিয়েছেন, পদ্মের পথে কাঁটা ছড়াতে পারেন তিনিই৷ তিনিই পারেন মোদি-শাহের সঙ্গে চোখে চোখ রেখে টক্কর নিতে৷ অতএব সর্বভারতীয় রাজনীতিতে নমোর বিরুদ্ধে দাঁড়ানোর মতো মুখই খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে একুশের বিধানসভা দখলের ফলাফল যে চব্বিশের লোকসভার লড়াইয়ে মমতাকে বাড়তি মাইলেজ দিল, তা বলাই বাহুল্য৷ হয় বিজেপি নয় আঞ্চলিক দলগুলোর চাপে সারা দেশে প্রায় সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসকে রেখেও যদি কোনও মোদি-বিরোধী জোট হয়, তা হলে সেখানে সবচেয়ে বেশি সার্চলাইট মমতার ওপরই পড়বে৷ রাহুল গান্ধির ব্যর্থতায় যখন প্রায় সিলমোহর পড়ে গিয়েছে, তখন মমতার এই জয় যে তাঁকে প্রধান মুখ হয়ে ওঠার লড়াইয়ে অনেকটা এগিয়ে দিল, তা এই মুহূর্তে একেবারে প্রতিষ্ঠিত সত্য৷ আর যদি আঞ্চলিক শক্তিগুলোর কোনও তৃতীয় ফ্রন্ট হয়, তা হলে মমতার নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া কোনও বিকল্প নেই মোদি-বিরোধী অংশের কাছে৷

তবে ৪২ আসনের বাংলার নিরিখে তৃণমূল যেখানে নেহাতই আঞ্চলিক শক্তি, সেখানে মোদি-বিরোধী মুখ হিসেবে উঠে এলেও ভোটের পাটিগণিতে তিনি কতটা জায়গা করতে পারবেন, তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে৷ একথা ঠিক, ছোট হতে হতে কংগ্রেস যতই প্রান্তিক শক্তিতে পরিণত হোক না কেন, বিজেপি বিরোধী শক্তিকে একছাতার তলায় আনতে ২৪ আকবর রোডকে মধ্যমণি করতেই হবে৷ আবার আঞ্চলিক শক্তিগুলোর জোটের পক্ষেও ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির মহড়া নেওয়া অঙ্কের বিচারে সম্ভব নয়৷ এতগুলো দলের জোট, তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থপূরণ- সব মিলিয়ে লোকসভার লড়াইয়ে বিজেপির সঙ্গে এঁটে ওঠা এখনও যথেষ্ট কঠিন৷ তবে তার পরেও একথা বলতে কোনও দ্বিধা নেই, বাংলা দখলের হ্যাটট্রিকের পর মোদির তৃতীয়বারের বিজয়রথ রোখার মতো বিরোধী মুখ একটাই-মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *