মোদীর নিষেধ! আপাতত রামলালার দর্শনে যাচ্ছেন না শুভেন্দুরা

মোদীর নিষেধ! আপাতত রামলালার দর্শনে যাচ্ছেন না শুভেন্দুরা

modi

বারাণসী: স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিষেধ করেছেন! তাই এখনই অযোধ্যায় রামমন্দির দর্শনে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়করা। ঠিক ছিল আগামী ১০ ফেব্রুয়ারি এ রাজ্যের গেরুয়া নেতৃত্ব অযোধ্যায় রামলালার দর্শনে যাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের অযোধ্যায় যাওয়ার কথা ছিল। সেই মর্মে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু সেই কর্মসূচি আপাতত স্থগিত বলেই বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর।

গত ২২ জানুয়ারি রামমমন্দির উদ্বোধনের পর ঠিক ছিল ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পালা করে বিজেপি নেতৃত্ব অযোধ্যায় আসবেন৷ কিন্তু, উদ্বোধনের পর থেকেই সরগরম রামনগরী৷ প্রতিদিন রামলালার দর্শনে লক্ষ লক্ষ ভক্তের সমাগত ঘটছে৷ উদ্বোধনের পর ভক্তদের ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল৷ এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের আপাতত অযোধ্যায় আসার কর্মসূচি বাতিল করতে নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =