আজ বিকেল: মালদহের পর কাঁথি, বাংলায় ফের লোকসভা ভোটের প্রচারে এসে সিন্ডিকেটকেই হাতিয়ার করলেন অমিত শাহ। এদিন কাঁথির জনসভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন, মমতার সরকার যতই রোখার চেষ্টা করুক, বিজেপি বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। সোনার বাংলা ফিরিয়ে আনতে পারেন একমাত্র নরেন্দ্র মোদি,তাই তাঁকে ফের প্রধানমন্ত্রী করে আনুন।
এদিনের জনসভায় তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে শাহ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই জন সমর্থন ধরে রাখতে বিজেপির প্রচার বন্ধ করতে চাইছেন, কাঁথিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকাননি এডিএম,তাই তাঁকে গতরাতেই অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সবাইকে ভয়দেখানো হচ্ছে, বিজেপিকে এভাবে রোখা যাবে না। মমতার সরকার কেন্দ্রের জনকল্যাণকর প্রকল্পগুলি রাজ্যের বলে চালাচ্ছে। গরিবদের জন্য ২টাকা কিলো দরের চাল কেন্দ্রের প্রকল্প,অথচমমতা বলছেন তিনি এটি চালু করেছেন, একইভাবে খাদ্যসাথী,কন্যাশ্রী সবই কেন্দ্রে শুধু নাম পাল্টে নিজের কৃতিত্ব জাহির করছেন মমতা। বাংলার অবস্থা শোচনীয়, একসময় ভারতের গতিবিধি ঠিক করত বাংলা আজ তা অতীত। প্রবাসী বাঙালিরা সোনার বাংলাকে খুঁজে ফিরছেন। সেই সোনার বাংলা ফিরিয়ে আনতে চাইলে দুই মেদিনীপুরে পদ্ম ফোটান, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, চৈতন্যদেবের বাংলাকে বোমারকারখান বানিয়েছেন মমতা, হিন্দু শরনার্থীদের আশ্রয় দিতে চান মোদি তাই নাগরিকত্ব বিল এনেছেন। মমতা তাতে সমর্থন জানাননি, বিজেপিকে ক্ষমতায় আনুন সমস্ত অনুপ্রবেশ রুখে দেওয়া যাবে।
লোকসভা নির্বাচনের প্রচারে নেমে সেই হিন্দুত্বের তাসই খেললেন অমিত শাহ। সরস্বতী পুজো, দুর্গাপুজোর প্রসঙ্গ টেনে মমতাকে একহাত নিলেন। এরাজ্যে কিছু করতে গেলেই ঘুষ লাগে, সিন্ডিকেটকে ঘুষ দিতে হয়। এথেকে বাঁচতে হলে নরেন্দ্র মোদির হাত ধরুন। এদিকে মশাটে তৃণমূলকে দুর্নীতির সরকার বললেন বিজেপি নেতা গিরিরাজ সিংহ। তিনি বলেন, তৃণমূল কেলেঙ্কারির সরকার এদের উপড়ে ফেলতে হবে। নাহলে ভারতকে পাকিস্তান বানিয়ে দেবে তৃণমূল।
Amit Shah in East Midnapore, West Bengal: I would like to ask Mamata ji if she will support Citizenship Amendment Bill in Rajya Sabha or not, tell that to people of Bengal. They welcome infiltrators&Rohingyas but there’s no place here for the refugees who came to save themselves! pic.twitter.com/Vox8xDaGGO
— ANI (@ANI) January 29, 2019
Amit Shah in East Midnapore: What happened to Bengal?Where did ‘Shonar Bangla’ go?Bengalis in India are looking for it today. All are looking at Bengal…For this nation, it might be an election to make Modi ji PM once again but for Bengal, the election is to make ‘Shonar Bangla’ pic.twitter.com/9rHfsSIMJw
— ANI (@ANI) January 29, 2019