কটাক্ষ করেছিলেন রচনা, বারাসতে বাংলা বলতে গিয়ে ফের হোঁচট খেলেন মোদী!

কলকাতা: বারাসতে ফের বিব্রত মোদী৷ এর আগে অর্জুন-পুত্র পবন সিংয়ের কাছ থেকে রবীন্দ্রনাথের ছবি উল্টো করে ধরে সোশ্যাল মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী৷ মঙ্গলবার তেমন…

কলকাতা: বারাসতে ফের বিব্রত মোদী৷ এর আগে অর্জুন-পুত্র পবন সিংয়ের কাছ থেকে রবীন্দ্রনাথের ছবি উল্টো করে ধরে সোশ্যাল মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী৷ মঙ্গলবার তেমন কিছু না ঘটলেও, তাঁর বাংলা উচ্চারণ নিয়ে সভাস্থলেই উঠল গুঞ্জন৷ অনেকেই ফিঁসফিঁস করে বললেন, জোর করে বাংলা বলার কী দরকার। ওঁর মুখে হিন্দিটাই তো ভালো মানায়!

এদিন  বারাসতের নির্বাচনীর সভার শুরুতেই বাংলায় মোদী বলেন, ‘আপনারা সকলে কেমেন আছেন’। এখানেই থামেননি তিনি৷ এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং ভালবাস!” ভালবাসা বলতে গিয়ে ‘ভালবাস’ বলে ফেলেন তিনি। যা নিয়ে সভাস্থলে শুরু হয় গুঞ্জন। প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি৷

মোদীর বাংলা নিয়ে কটাক্ষ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূলের হুগলির লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পরামর্শ ছিল, “এরপরে বাংলায় এসে বাংলা বললে  বংলা বংলা করবেন না প্লিজ!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *