নজরে নির্বাচন: বাংলায় ফিরতে চলেছে মোদি-শাহের ম্যারাথন সভা, তবে কীভাবে?

নজরে নির্বাচন: বাংলায় ফিরতে চলেছে মোদি-শাহের ম্যারাথন সভা, তবে কীভাবে?

দেবময় ঘোষ:  ফ্লাশব্যাকে একবার ২০১৯ সালে ফিরে যাওয়া যাক। মাত্র একটা বছর পিছিয়ে যেতে হবে। বেশি দূরে নয়। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী- অমিত শাহ জুটি ৩৩টি জনসভা করেছেন৷ যোগী আদিত্যনাথ করেছেন কমপক্ষে ১৫টি৷ রাজনাথ সিং করেছেন চার বা পাঁচটি৷ ১৭ তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি-অমিত শাহ-যোগী আদিত্যনাথ-রাজনীথ সিং সম্মিলিত ভাবে ৫০টিরও বেশি জনসভা করেছেন৷

কাট টু ২০২১ সাল। কয়েক মাস এগিয়ে যান। পশ্চিমবঙ্গের মহাগুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদি-শাহ জনসভা আরও বড়ভাবে ফিরতে চলেছে। থাকছেন যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, জগৎ প্রকাশ নাড্ডা’ও। অনেক বেশি সংখ্যায়। তবে, অতিমারী পরিস্থিতির দিকে তাকিয়ে ওই সভা গুলি কীভাবে হবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বিজেপির কেন্দ্রীয় পার্টি। আর কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি কী রকম হবে সেই দিকে নজর থাকবে। তবে বিজেপি মনে করে, ভার্চুয়াল মাধ্যমেও বিশাল জনসভার আয়োজন সফল ভাবে করা যায়। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে এইভাবে জনসভা হয়েছে। পুজোর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে পুনরায় ভার্চুয়াল সভা করবেন।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭টি জনসভা করেছেন। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য। রাজনৈতিক মহল বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছে যে, এই প্রথম বাংলাকে উত্তরপ্রদেশের থেকেও গুরুত্ব দিয়েছে বিজেপি৷ উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের জন্য ১৮টি জনসভা করেছেন মোদি৷ কিন্তু পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য করেছেন ১৭টি জনসভা৷ কোথাও না কোথাও ভবিষ্যতের বীজ বপন চেয়েছেন মোদি। লক্ষ্য যে ২১ এর বিধানসভা নির্বাচন তা স্পষ্ট।

শুধু নরেন্দ্র মোদী একা নন, লোকসভা নির্বাচনের সময় অমিত শাহও ১৬টি জনসভা করেছেন রাজ্যে৷ সোয়াইন-ফ্লু থেকে ভুগে ওঠার পর ব্যক্তিগত চিকিৎসকদের অনুরোধ না শুনেই বাংলায় সভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ সেই সময় বোঝা গিয়েছিল শুধু লোকসভা নির্বাচনই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনেও বাংলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন তিনি। বিজেপির এক শীর্ষনেতার সেই সময়ের বক্তব্য, ‘‘পশ্চিমবঙ্গে প্রচারের বিষয়ে বিজেপির কৌশল অমিত শাহ নিজেই তৈরি করেছেন৷ এটা বাংলার ক্ষমতায় আসার লড়াই৷ শুধুই লোকসভার লড়াই নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =