আচমকা বাংলায় হাজির মোদী-রাহুল, নমো উড়ে গেলেও থেকে গেলেন রাহুল

আচমকা বাংলায় হাজির মোদী-রাহুল, নমো উড়ে গেলেও থেকে গেলেন রাহুল

a3c7c3e050502c9b79a40cc04dac17e4

কলকাতা: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিহারে শুরু হয়েছে রাজনৈতিক মহারণ৷ একদিকে তেজস্বীর তারুণ্য, অন্যদিকে বিহারের বিকাশ পুরুষের লড়াই৷ চলছে জোড় কদমে ভোট প্রচার৷ প্রচারের ঝাঁঝ বাড়াতে আগামীকাল বিহারে ফের সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিহারে পৌঁছনোর আগে এদিন বাংলার মাটি ছুঁয়ে গেলেন নমো৷ এদিন বাগডোগরায় নামার পর এখান থেকেই হেলিকপ্টারে করে বিহারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী৷ এদিন বাগডোগরা পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব৷ অন্যদিকে, এদিন বিকেলে বাগডোগরায় পৌঁছন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ আগামীকাল এখান থেকেই বিহার রওনা হবে তিনি৷ রাহুলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতারা৷ 

আরও পড়ুন- কালীপুজোয় বাজি ফাটাবেন না, জনতাকে সংযত থাকার বার্তা মুখ্যসচিবের

এদিন মাত্র ১৫ মিনিট বাগডোগরা বিমানবন্দরে ছিলেন নমো৷ তাঁর সঙ্গে দেখা করতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বালুরঘাটের সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতারা৷ বিমানবন্দরেই তাঁদের সঙ্গে কথা বলেন নমো৷ এমনকী নিশীথ প্রামাণিকের পিঠ চাপড়াতেও দেখা যায় নমোকে৷ তিনি নিশীথকে বলেন, ‘‘উত্তরবঙ্গের জন্য ভালো ভাবে কাজ করতে হবে৷’’ বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ ভোটে উত্তরবঙ্গে ভালো ফল করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ এমনটা জানিয়েছেন নিশীথবাবু নিজে৷ এদিন এইটুকু সময়ের মধ্যেও প্রধানমন্ত্রীর কাছে রাজ্যে বিজেপি নেতা খুন নিয়ে নালিশ করতে ছাড়েননি বিজেপি সাংসদরা৷ রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ তোলেন তাঁরা৷ জানান, রাজ্যে একের পর এক রাজবংশী নেতাকে খুন করা হয়েছে৷ অন্যদিকে, এদিকে প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন গৌতম দেব৷ তাঁর সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন তিনি৷ 

আরও পড়ুন- কেষ্টর খাসতালুকে শুভেন্দুর সমর্থনে পোস্টার, অস্বস্তি বাড়ছে ঘাসফুলে

এদিকে আজ বিকেলেই বাগডোগরায় পৌঁছন রাহুল গান্ধী৷ তিনি আজ উত্তরবঙ্গেই থাকবেন৷ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর৷ আগামীকাল বিহারের উদ্দেশে রওনা হবেন রাহুল৷ আগামী ৫ নভেম্বর আবার রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর এবারের সফর মূলত সাংগঠনিক ক্ষেত্র নিয়ে আলোচনা করার জন্যই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *