‘বাহিনীর বিরুদ্ধে দলের কর্মীদের উত্তেজিত করছেন দিদি’, শীতলকুচিকাণ্ডে দাবি মোদীর!

‘বাহিনীর বিরুদ্ধে দলের কর্মীদের উত্তেজিত করছেন দিদি’, শীতলকুচিকাণ্ডে দাবি মোদীর!

b5d35cc0c6e1ff981af06f98656c7d87

 

বর্ধমান: ‘দিদির কি বর্তমানের মিহিদানা পছন্দ না?’’ পঞ্চম দফার ভোটের প্রচারে বাংলায় এসে জনসভার মঞ্চ থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গাত্মক কটাক্ষে ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদী৷ বর্ধমানের জনসভা থেকে একের পর এক প্রশ্নে জেরবার করে তুললেন তৃণমূল সুপ্রিমোকে। চার দফার নির্বাচনের পর বাংলার মানুষের সহায়তায় বিজেপির সম্ভাব্য ফলাফল কি হতে পারে, তা নিয়েও আত্মবিশ্বাসী নমো।

সোমবার বর্ধমানে ভারতীয় জনতা পার্টির সভা থেকে নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে‌৷ এদিন তিনি ব্যঙ্গ করে বলেন, ‘‘বর্ধমানের সবকিছুতেই মিষ্টতা৷ কিন্তু দিদির কি বর্ধমানের মিহিদানা পছন্দ না নাকি? আমি তো হয়রান হয়ে যাচ্ছি। এত তিক্ততা দিদি আনে কোত্থেকে? দিনের-পর-দিন দিদির রাগ, ক্রোধ, হতাশা বেড়েই চলেছে। কেন জানেন? আমি বলছি। চার দফার ভোট হয়ে গিয়েছে বাংলায়। আর এই বাংলার মানুষ প্রথম চার দফাতেই সাফ করে দিয়েছে তৃণমূলকে। প্রথম চার দফাতেই বাংলার মানুষ যা খেলেছেন তাতে বিজেপির সেঞ্চুরি হয়ে গিয়েছে। ১০০-এরও বেশি আসন জিতে নিয়েছি আমরা। দিদি বাংলার মানুষের সাথে যে খেলা খেলতে চেয়েছিল আজ উল্টে দিদির সাথেই সেই খেলা হয়ে গেল।”

মোদী আরও বলেন, “দিদি, আপনি নিশ্চয়ই জানেন। বাংলা থেকে কংগ্রেস চলে গেছে, আর ফিরে আসেনি। বামফ্রন্ট চলে গেছে আর ফিরে আসেনি। আর এবারে আপনি চলে যাবেন আর ফিরে আসতে পারবেন না।” শীতলকুচি গণহত্যাকাণ্ড নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন নমো। বললেন, “পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে, কেন্দ্রীয় বাহিনীর উপরে নিজের কর্মকর্তাদের উত্তেজিত করছেন দিদি। ও দিদি, আপনার রাগ দেখানোর আছে তো আমি আছি তো। আমার উপরে দেখান। কিন্তু বাংলার গৌরবময় পরিচিতিকে নষ্ট করবেন না। আপনার এই ঔদ্ধত্য, এই অহংকার বাংলার মানুষ সহ্য করবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *