আজ বিকেল: মোদি হল একধারে দেশের সবথেকে বড় দুর্যোগ আর দুর্ভোগও। সুপার সাইক্লোন ফনির প্রকোপ কাটতে না কাটতেই বিধ্বস্ত মেদিনীপুরের দাঁতনে এক জনসভা তেকে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা।দেশের সবথেকে বড় দুর্যোগ আর দুর্ভোগ মোদি। উনি থাকলে মানুষ শান্তিতে থাকতে পারবে না। তাই মোদিকে বিদায় দিন। এদিনের সভায় এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানান, বিজেপি দাঙ্গাবাজ দল, পুরো দেশের সর্বনাশ করে, খালি মন কি বাত আর নিজের প্রচার করেছেন মোদি।একই সঙ্গে তাঁর দাবি, এবার আর ক্ষমতায় ফিরতে পারছেন না মোদি। খুব বেশি হলে সারা দেশে ১৫০ থেকে ১৬০ টি আসন পাবে বিজেপি। এই আসন নিয়ে কী ভাবে সরকার গঠন সম্ভব তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী।
সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান-সহ কপালেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণের কাজ তারাই শুরু করেছেন। কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও টাকা দেয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র নির্বাচনের সময় কাজের প্রচেষ্টা দেখালেও তা লোক দেখানোই বলা যেতে পারে, তবে রাজ্যের তরফে সারা বছর উন্নয়নের কাজ চলে। জঙ্গলমহলেও এর উদাহরণ রয়েছে প্রচুর।ফনির তাণ্ডবে রাজ্যে ৫ হাজার বাড়ির ক্ষতি হয়েছে সরকার সেইসব বাড়ি তৈরি করে দেবে বলেও আশ্বস্ত করেন তিনি। আর যাঁদের বাড়ির আংশিক ক্ষতি হয়েছে, তাঁদেরও সাহায্য করা হবে