দিদির রাজ্যে জয় শ্রীরাম বললে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে: মোদি

ঝাড়গ্রাম: বাংলায় প্রচারে এসে সোমবার মোদি ফের রামের শরণ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বামপন্থীরা ও তৃণমূল রামায়ণ-মহাভারতকে অপমান করছে। তিনি বলেন, রাম আমাদের প্রেরণা, আমাদের রাজনীতি মানেই ভারতের মুক্তি। দিদির রাজ্যেও জয় শ্রীরাম বললে জেলে ঢুকিয়ে দিচ্ছেন তিনি। আমিও জয় শ্রীরাম বলছি, আমাকেও গ্রেফতার করুন তাহলে আমি জেলে গিয়ে আমাদের সাথিদের সেবা করতে

দিদির রাজ্যে জয় শ্রীরাম বললে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে: মোদি

ঝাড়গ্রাম: বাংলায় প্রচারে এসে সোমবার মোদি ফের রামের শরণ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বামপন্থীরা ও তৃণমূল রামায়ণ-মহাভারতকে অপমান করছে। তিনি বলেন, রাম আমাদের প্রেরণা, আমাদের রাজনীতি মানেই ভারতের মুক্তি। দিদির রাজ্যেও জয় শ্রীরাম বললে জেলে ঢুকিয়ে দিচ্ছেন তিনি। আমিও জয় শ্রীরাম বলছি, আমাকেও গ্রেফতার করুন তাহলে আমি জেলে গিয়ে আমাদের সাথিদের সেবা করতে পারি।

মোদির অভিযোগ, বাংলায় গুন্ডাতন্ত্র চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, আবার এদের পরাজয়ের সময় এসে গিয়েছে। তৃণমূল ১০টি আসনও পাবে না জানান তিনি। তিনি আরও সুর চড়িয়ে বলেন, মানুষের এত রাগ দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে দিদির, তাই তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =